1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাইকগাছা বনানী সংঘের দোয়া মাহফিল জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত করলেন নবাগত ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরী মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে পালিয়েছে সিংহ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দাকোপে বিএনপির দোয়া অনুষ্ঠিত খালেদা জিয়ার জন্য জার্মান থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স মহাকাশ থেকে তোলা ছবিতে জ্বলজ্বল করছে পবিত্র কাবা শরিফ এভারকেয়ার থেকে ধানমন্ডিতে বাবার বাসায় গেলেন জুবাইদা রহমান বাংলাদেশ সুইমিং ফেডারেশনের বাৎসরিক সাধারণ সভার কার্যবিবরণী অনুমোদন মোংলা পৌরসভার কসাইখানার বেহাল দশা অস্বাস্থ্যকর পরিবেশে জবাই হচ্ছে পশু নৌবাহিনীর অভিযানে খুলনার দিঘলিয়ায় মাদক ব্যবসায়ী আটক

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের বাৎসরিক সাধারণ সভার কার্যবিবরণী অনুমোদন

  • প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ইতিহাসে এক অভূতপূর্ব মাইলফলক অর্জিত হয়েছে। আন্তর্জাতিক সাঁতার সংস্থা ওয়ার্ল্ড এ্যাকুয়াটিকস বাংলাদেশ সুইমিং ফেডারেশনের গঠনতন্ত্রকে (Constitution) আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান করেছে, যা দেশের সাঁতার অঙ্গনের জন্য এক অভূতপূর্ব ও ঐতিহাসিক মাইলফলক। এই অনুমোদনের মাধ্যমে বাংলাদেশের সাঁতারকে আন্তর্জাতিক মানদণ্ডের আরও কাছাকাছি নিয়ে যাওয়ার নতুন দিগন্ত উন্মোচিত হলো। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ইতিহাসে এই প্রথম কোনো গঠনতন্ত্র আন্তর্জাতিকভাবে অনুমোদিত হলো – যা বাংলাদেশের জলক্রীড়ার প্রশাসন, নীতি-নির্ধারণ ও আন্তর্জাতিক স্বীকৃতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের গঠনতন্ত্রের ঐতিহাসিক অনুমোদনের পেছনে রয়েছে দীর্ঘ প্রস্তুতি ও সমন্বিত পদক্ষেপ। সুদীর্ঘ ১৯ বছর পর গত ২৬ সেপ্টেম্বর ২০২৫ বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় বানৌজা হাজী মহসীন অডিটোরিয়ামে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের বার্ষিক সাধারণ সভা-২০২৫ (এজিএম) অনুষ্ঠিত হয়। এজিএম এ সভাপতিত্ব করেন নৌবাহিনী প্রধান ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি এডমিরাল এম নাজমুল হাসান, ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি। উক্ত এজিএম এ জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক, এডহক কমিটির সদস্যবৃন্দ, জাতীয় ক্রীড়া পরিষদ, বিভিন্ন বাহিনী/সংস্থা, জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি এবং ফেডারেশনের ৮২ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন।

এজিএম এ বাংলাদেশ সুইমিং ফেডারেশনের বিগত ০১ বছরে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিবিধ কার্যক্রমের উপর আলোচনা, ২০২৪-২০২৫ অর্থ বছরের অডিট রিপোর্ট উত্থাপন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কার্যক্রমের পাশাপাশি ফেডারেশনের গঠনতন্ত্র উপস্থাপন ও অনুমোদন প্রদান ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের গঠনতন্ত্রের সংশোধন/ পরিমার্জনের জন্য সভাপতি কর্তৃক কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি আধুনিক এবং যুগোপযোগী গঠনতন্ত্র প্রণয়নের লক্ষ্যে নিরলস কার্যক্রম গ্রহণ করেন। এ প্রেক্ষিতে ওয়ার্ল্ড এ্যাকুয়াটিকস এবং জাতীয় ক্রীড়া পরিষদের গঠনতন্ত্রের আলোকে ফেডারেশনে খসড়া গঠনতন্ত্র (বাংলা এবং ইংরেজি) প্রস্তুত করা হয়। খসড়া গঠনতন্ত্রে এডহক কমিটির সদস্যবৃন্দ প্রয়োজনীয় মতামত ব্যক্ত করেন। উক্ত মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধন সাপেক্ষে তা বার্ষিক সাধারণ সভা (এজিএম) এ উত্থাপন করা হয়।

খসড়া গঠনতন্ত্র এজিএম এ উত্থাপিত হলে কাউন্সিলর এবং অন্যান্য প্রতিনিধিগণ বিভিন্ন বিষয়ে তাদের মতামত ব্যক্ত করেন। পরবর্তীতে ‍উক্ত মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধন/পরিমার্জনের মাধ্যমে তা সভাপতি, এডহক কমিটির সদস্যবৃন্দ, জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিনিধি এবং উপস্থিত ৮২ জন কাউন্সিলর কর্তৃক অনুমোদিত হয়।

ওয়ার্ল্ড এ্যাকুয়াটিকস এর নির্দেশনা মোতাবেক গঠনতন্ত্রটি ওয়ার্ল্ড এ্যাকুয়াটিকস এ প্রেরণ করা হলে সংস্থাটি কিছু বিষয়ে সংশোধনীর প্রস্তাব প্রেরণ করে। পরবর্তীতে বাংলাদেশ সুইমিং ফেডারেশন কর্তৃক তা সংশোধন করতঃ পুনরায় প্রেরণ করলে গত ২৭ নভেম্বর ২০২৫ তারিখে ওয়ার্ল্ড এ্যাকুয়াটিকস গঠনতন্ত্রটিকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন প্রদান করেন। ইংরেজি গঠনতন্ত্রটি বাংলাদেশ সুইমিং ফেডারেশনের বিভিন্ন আন্তর্জাতিক কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত হবে।

বাংলা গঠনতন্ত্র জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক অনুমোদনের জন্য প্রেরণ করা হয়েছে এবং বিধি মোতাবেক উক্ত অনুমোদন কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আন্তর্জাতিক এই অনুমোদনের ইতিবাচক প্রভাব:

• ওয়ার্ল্ড এ্যাকুয়াটিকস এর Good Governance Survey এ গঠনতন্ত্র অনুমোদন বিষয়ে নম্বর রয়েছে যা বাংলাদেশ সুইমিং ফেডারেশন ইতোপূর্বে অর্জন করতে সক্ষম হয়নি। ওয়ার্ল্ড এ্যাকুয়াটিকস কর্তৃক গঠনতন্ত্র অনুমোদনের প্রেক্ষিতে এখন হতে উক্ত বিষয়ে নিয়মিত নম্বর অর্জন করবে। ফলশ্রুতিতে ওয়ার্ল্ড এ্যাকুয়াটিকস এর Good Governance Survey তে বিগত বছরের তুলনায় অধিক/উচ্চতর স্কোর অর্জনের সুযোগ সৃষ্টি হয়েছে।

• World Aquatics Development Program এর আওতায় বাংলাদেশ সুইমিং ফেডারেশন কর্তৃক বিগত বছরের তুলনায় অতিরিক্ত আর্থিক ও কারিগরি সহায়তা পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।

• আন্তর্জাতিক মান অনুযায়ী ফেডারেশনের কাঠামো, সুশাসন গঠন, কার্যক্রম ও নীতিমালা আরও শক্তিশালী ও আধুনিক হয়েছে।

• বিভিন্ন ধরণের আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশ সুইমিং ফেডারেশন এর অধিক অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হবে।

• আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাঁতারুদের পূর্বের তুলনায় অধিক Scholarship অর্জনের সুযোগ সৃষ্টি হবে।

এই পুরো প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করতে সার্বিক দিকনির্দেশনা ও সহায়তা প্রদানের জন্য নৌবাহিনী প্রধান এবং ফেডারেশনের সভাপতি এডমিরাল এম নাজমুল হাসান – এর প্রতি বাংলাদেশ সুইমিং ফেডারেশন গভীর শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট