
বেনাপোল প্রতিনিধি:: মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের অংশ হিসেবে প্রহসনের নির্বাচন বর্জন ও ভোট প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে আজ শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় বেনাপোল চেকপোস্টে কবরস্থানের পাশে উঠান বৈঠক ও বেনাপোল চেকপোস্টে গণসংযোগ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান ও নেতাকর্মীরা।
জামায়াত নেতা বেনাপোল বড় আঁচড়া ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি রিপন হোসেনের সঞ্চালনায় ও সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট থানা জামায়াতে ইসলামীর আমির রেজাউল ইসলাম, সেক্রেটারি মাওলানা ইউসুফ আলী, বেনাপোল পৌর জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা রিয়াসাদ হোসাইন সাধারণ নূরুল হক, জামায়াত নেতা অধ্যক্ষ ইলিয়াস, ইয়ানুর রহমান ও শহিদ আব্দুল্লাহর পিতা আব্দুল জব্বার প্রমুখ।
উঠান বৈঠকে প্রধান অতিথি মাওলানা আজিজুর রহমান বলেন, জামায়াত ইসলামীর নেতা কর্মীদের সুবিধা দেওয়ার জন্য আমি জামায়াত করিনা। আমরা সেবক হিসেবে মানুষের পাশে দাঁড়াতে চাই। জামায়াত দূর্নীতি করেনা, দূর্নীতি করতে ও দেবে না। জামায়াত ক্ষমতায় গেলে কৃষকদের সুদ মুক্ত ঋন ব্যবস্থা চালু করবে। শার্শায় যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আজও সরকারি হয়নি সেগুলো সরকারিকরন ব্যবস্থা করবে। বেনাপোলে ৫০ শয্যার একটি হাসপাতাল নির্মাণ করা হবে। শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিকায়ন করা হবে। আপনারা আমাকে সুযোগ দিলে শার্শা সীমান্তে সকল খাল-নদী-বিল খনন করে জলবদ্ধতা দূর করবো।
Leave a Reply