
ডেস্ক:: জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ১১৪ জনের পরিচয় শনাক্তের জন্য রাজধানীর রায়েরবাজার কবরস্থান থেকে মরদেহ উত্তোলন শুরু করেছে সিআইডি।
রোববার সকাল থেকে মরদেহ উত্তোলনের কাজ শুরু হয়। মরদেহগুলো উত্তোলনের পর ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহের পর পুনরায় দাফন করা হবে।
সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ জানান, আন্তর্জাতিক প্রটোকল অনুসরণ করে বুদ্ধিজীবী কবরস্থানে মরদেহ তোলা হচ্ছে। জাতিসংঘের মানবাধিকার কমিশন এ কাজে সিআইডিকে সহযোগিতা করছে।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত শনাক্তকরণের জন্য ১০ জন আবেদন করেছেন। আনুমানিক ১১৪ জন মরদেহ উত্তোলন করা হবে, তবে প্রকৃত সংখ্যা কাজের সময় নিশ্চিত হবে।
গত বছর বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিহত অজ্ঞাত পরিচয়ের ১১৪ জন শহীদকে মোহাম্মদপুরের রায়েরবাজার কবরস্থানে দাফন করা হয়েছিল। আদালতের নির্দেশে মরদেহ উত্তোলন, ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহের মাধ্যমে আইনগতভাবে পরিচয় নিশ্চিত করা হবে এবং পরবর্তীতে মরদেহ পরিবারদের হস্তান্তর করা হবে।
Leave a Reply