1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:০৭ অপরাহ্ন

ছাত্রদের যৌন হয়রানির সত্যতা, ঢাবি অধ্যাপক বরখাস্ত

  • প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. এরশাদ হালিমের বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

সিন্ডিকেট সভায় অভিযোগ তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে ব্যারিস্টার মনিরুজ্জামান, সহকারী প্রক্টর ড. এনামুল হক সজীব, অভিযুক্ত অধ্যাপকের একজন প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (তদন্ত) সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এই কমিটিকে তিন মাসের মধ্যে অভিযোগের বিষয়ে তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জমা দিতে বলা হয়েছে।

অধ্যাপক এরশাদ হালিম এর আগে সমকামিতার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন। এ ঘটনায় বিভাগের পক্ষ থেকে তাকে একাডেমিক ও প্রশাসনিক সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেলও তাকে অব্যাহতি দেয় এবং তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ট্রাইব্যুনাল গঠনের প্রক্রিয়া শুরু করে।

ঘটনার পর থেকে রসায়ন বিভাগে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দেয়। যৌন হয়রানির মতো গুরুতর অভিযোগে দায়ের হওয়া মামলার ঘটনায় বিভাগ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট