
ক্রীড়া প্রতিবেদক:: ফুটবলের প্রতি বাংলাদেশের মানুষের অগাধ ভালোবাসা, বিশেষ করে আর্জেন্টিনা দলের প্রতি ব্যাপক সমর্থন, বিশ্বজুড়ে পরিচিত।
ঢাকার জাতীয় স্টেডিয়ামে চলমান ‘এএফবি ল্যাটিন বাংলা সুপার কাপ ২০২৫’-এর মহারণে শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তীতে স্কোর ১-১ সমতায় খেলা শেষ হয়েছে।
ম্যাচের শেষ দিকে এসে উভয় দলই জয়সূচক গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। আক্রমণ-পাল্টা আক্রমণে দুদলেরই গোলের পর থেকেই খেলা দ্রুতগতিতে এগিয়ে চলে। বাংলাদেশ এবং আর্জেন্টিনা উভয় দলই আক্রমণ-পাল্টা আক্রমণে মেতে উঠে। বল বেশিরভাগ সময়ই ছিল প্রতিপক্ষের রক্ষণভাগে।
বাংলাদেশ বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করলেও, ফিনিশিংয়ে ঘাটতি দেখা যায়। দল তাদের ৪ মিনিটের লিড ফিরে পেতে শেষ মুহূর্তের সর্বস্ব দিয়ে লড়ছিল। অপরদিকে আর্জেন্টিনা ক্লাব অ্যাটলেটিকো চার্লোন বাংলাদেশের রক্ষণভাগে ক্রমাগত চাপ সৃষ্টি করছিল।
ফলাফল: বাংলাদেশ রাইজিং স্টার: ১, অ্যাটলেটিকো চার্লোন (আর্জেন্টিনা): ১
Leave a Reply