
দাকোপ প্রতিনিধি:: দূর্নীতির বিরুদ্ধে তারুন্নের একতা, গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্য বিষয়কে সামরেন রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা দূনীীত প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস-২০২৫ পালিত হয়েছে।
এ লক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা এবং দুর্নীতি প্রতিরোধের পতাকা উত্তোল করা হয় এবং চালনা ডাকবাংলো মোড়ে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়াম মিলনায়তনে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুব্রত রঞ্জন রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রফেসর অনিমেশ বিশ^াসের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন নবাগত দাকোপ উপজেলা নির্বাহী অফিসার বোরহান উদ্দিন মিঠু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা প্রজিত কুমার রায়, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রেক্সনা খানম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, চালনা এম এম কলেজের অধ্যক্ষ অসীম কুমার থানদার, দাকোপ প্রেসক্লাবের সাবেক সভাপতি শচীন্দ্র নাথ মন্ডল, চালনা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তপন কুমার রায়, চালনা বাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র হালদার, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর জিএম আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ অহিদুজ্জামান, খিলাফত মজলিশের উপজেলার সেক্রেটারী হাফেজ মাওলানা মুফতি ইকবাল হুসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আলহাজ¦ মোঃ শফিকুল ইসলাম, চালনা পৌরসভা শাখার সভাপতি আলহাজ¦ আবু দাউদ, চালনা বিল্লালিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা অজিহুর রহমান, প্রধান শিক্ষক মহিবুর রহমান শেখ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চন্দনেশ^র রায়, শিক্ষার্থীর পক্ষে শিউলী বৈরাগী প্রমুখ।
Leave a Reply