
ডেস্ক::প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নারীদের সামনে রেখেই নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এই অনুষ্ঠানে চার বিশিষ্ট নারীকে তাঁদের অসামান্য অবদানের জন্য বেগম রোকেয়া পদক প্রদান করা হয়। নারীশিক্ষায় (গবেষণা) রুভানা রাকিব, নারী অধিকারে (শ্রম অধিকার) কল্পনা আক্তার, নারী জাগরণে (ক্রীড়া) ঋতুপর্ণা চাকমা ও মানবাধিকারে নাবিলা ইদ্রিস এই পদক পান।
প্রধান উপদেষ্টা বলেন, যে আদর্শে বেগম রোকেয়া আমাদের নিয়ে যেতে চেয়েছিলেন, আজ যারা পুরস্কার পেলেন, তাঁরা সেই পথেই জাতিকে এগিয়ে দিলেন। তাঁরা শুধু বাংলাদেশের নন, সারা পৃথিবীর নেতৃত্ব দেওয়ার মেয়ে।
তিনি আক্ষেপ করে বলেন, আমরা ১০০ বছর পার করেও আরেকজন রোকেয়া সৃষ্টি করতে পারিনি। তিনি যেসব স্বপ্ন দেখিয়ে গেছেন, তা বাস্তবায়নে আমরা অগ্রসর হতে পারিনি। কেন পারলাম না, সেটা খুঁজে বের করতে হবে।
ড. ইউনূস ১৯৭৪ সালের দুর্ভিক্ষ এবং গ্রামীণ ব্যাংকের শুরুর দিকের স্মৃতিচারণা করে বলেন, দুর্ভিক্ষের আঘাত প্রথমে আসে নারী ও শিশুদের ওপর। তখন অনেক নারী নিজের নামও জানতেন না, আমরা তাদের নাম লিখতে শিখিয়েছি। তিনি বলেন, রোকেয়া বিপ্লবী কথা বলেছেন, সমাজকে ঝাঁকুনি দিয়েছেন। কিন্তু সেই ঝাঁকুনি বহন করার মতো আর কেউ এলো না।
শিক্ষাপ্রতিষ্ঠানের বৈষম্যের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে এখন ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় সমান। কিন্তু মেয়েদের হল মাত্র পাঁচটি আর ছেলেদের হল ১৩টি। মেয়েদের থাকার ব্যবস্থা আগে করতে হবে।
নারীদের অগ্রগতির ওপর গুরুত্বারোপ করে প্রধান উপদেষ্টা মন্তব্য করেন, মেয়েরা গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে। আজকের নারীসমাজ ভিন্ন। তাদের হাত ধরেই নতুন বাংলাদেশের যাত্রা শুরু হচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, নারীদের সামনে রেখেই আমাদের নতুন বাংলাদেশ গড়ে উঠুক।
অনুষ্ঠানে তিনি ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’-এর নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ করার আনুষ্ঠানিক ঘোষণা দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সচিব মমতাজ আহমেদ।
Leave a Reply