
নিজস্ব প্রতিবেদক:: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনের জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম নাসির উদ্দিন প্রধান বিচারপতির কাছে ৩০০ জন বিচারক চেয়েছেন।
মঙ্গলবার দুপুরে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সুপ্রিম কোর্টে সাক্ষাৎ করেন সিইসি। এ সময়, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনার বিচার বিভাগের সহযোগিতা চান। প্রধান বিচারপতি এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
দেশের নির্বাচনী তফসিল ঘোষণার আগে রেওয়াজ অনুযায়ী সিইসিরা প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেন। তবে আজ সিইসি তার সচিবকে নিয়ে একাই আসেন।
অন্যদিকে, বুধবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় কিংবা পরদিন বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করার বিষয়ে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার আবদুর রহমানের মাছউদ। তিনি জানান, তফসিলে নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলসহ অংশীজনদের সহযোগিতার বিষয়ে আহ্বান জানাবেন সিইসি। রেওয়াজ অনুযায়ী আগামীকাল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে নাসির উদ্দিন নেতৃত্বাধীন কমিশন।
এর আগে, আজ সকালে প্রস্তুতির সার্বিক বিষয় নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি।
Leave a Reply