1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
চিতলমারীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত ঘোড়াঘাট উপজেলায় আমন ধান কাটা মাড়াই নিয়ে ব্যস্ত কৃষক বিএনসিসির কেন্দ্রীয় ক্যাম্পিং- এর সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করেছেন নৌবাহিনী প্রধান দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে নৌবাহিনীর ৯৯ সদস্যের ঢাকা ত্যাগ পাইকগাছায় নানা আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত; ৫ নারীকে সম্মাননা প্রদান খুলনার নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় খুলনায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত দাকোপে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত বটিয়াঘাটায় বেগম রোকেয়া দিবস পালিত বটিয়াঘাটায় দুর্নীতি দিবস উপলক্ষে র‍্যালী ও সভা অনুষ্ঠিত

পাইকগাছায় নানা আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত; ৫ নারীকে সম্মাননা প্রদান

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: সারাদেশের ন্যায় খুলনার পাইকগাছায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার। প্রধান অতিথি ছিলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াসিউজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, কৃষি কর্মকর্তা মোঃ একরামুল হোসেন এবং প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, উপজেলা শিক্ষা প্রশিক্ষণ কর্মকর্তা ঈমান উদ্দিন।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন শাহা, উপজেলা ফুড অফিসার মোঃ হাসিবুর রহমান, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, প্রেসক্লাব পাইকগাছা সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীনসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিশিষ্টজনেরা।

বক্তারা বেগম রোকেয়ার জীবন, কর্ম ও আদর্শ তুলে ধরে নারী অধিকার প্রতিষ্ঠা, নারী শিক্ষা বিস্তার ও নেতৃত্ব বিকাশে তাঁর অবদানের কথা উল্লেখ করেন। তারা বলেন, রোকেয়ার চিন্তা-চেতনা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে সমতাভিত্তিক সমাজ গঠনে অনুপ্রেরণা জোগাবে।

আলোচনা সভা শেষে ‘অদম্য নারী পুরস্কার–২০২৫’ এ পাইকগাছা উপজেলার পাঁচ গুণী নারীকে সম্মাননা স্মারক, সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃতরা হলেন— অর্থনৈতিক সাফল্য: হাবিবা আক্তার রিতি, শিক্ষা ও কর্মক্ষেত্র: সুজাতা আমিন, নির্যাতন জয়ী নারী: নাসরিন খাতুন, সফল জননী: ফিরোজা খাতুন, সমাজ উন্নয়ন: তেরেজা গোমেজ।

সম্মাননা প্রাপ্তদের প্রতি শুভেচ্ছা জানিয়ে বক্তারা বলেন, এ ধরনের স্বীকৃতি নারীদের এগিয়ে যেতে আরও উৎসাহিত করবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট