
ডেস্ক:: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রাক্কালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন মঙ্গলবার দুপুরে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে তাঁর খাসকামরায় এক একান্ত বৈঠকে বসেছেন।
দুপুর ২টার দিকে নির্বাচন কমিশন (ইসি) থেকে সরাসরি সুপ্রিম কোর্টে আসেন সিইসি এবং তাঁর সচিব। সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রধান বিচারপতির সঙ্গে নির্বাচন কমিশনের প্রধানের প্রথাগত সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা এটি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই উচ্চপর্যায়ের বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও আইনি বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
সীমানাসংক্রান্ত মামলা: নির্বাচনের আগে সীমানা নির্ধারণ সংক্রান্ত যেসব আইনি জটিলতা বা মামলা রয়েছে, সেগুলোর বিষয়ে পর্যালোচনা করা।
নির্বাচনী কার্যক্রমে রিটের প্রভাব: তফসিল ঘোষণার পর যেন কোনো আইনি নির্দেশনা বা রিট মামলার কারণে নির্বাচনের প্রস্তুতিমূলক ও পরিচালনাসংক্রান্ত কার্যক্রম বাধাগ্রস্ত না হয়, সেই বিষয়টি নিশ্চিত করার কৌশল নিয়ে আলোচনা।
ম্যাজিস্ট্রেসি দায়িত্ব: আসন্ন জাতীয় নির্বাচন পরিচালনার সময় বিচার বিভাগের কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালনের বিষয়ে সমন্বয় ও আলোচনা করা, যাতে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আচরণবিধি কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা যায়।
এই বৈঠকটি নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার চূড়ান্ত প্রস্তুতি এবং বিচার বিভাগের সঙ্গে নির্বাচনকালীন সহযোগিতা নিশ্চিত করার অংশ হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।
Leave a Reply