
বটিয়াঘাটা প্রতিনিধি: দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যে একতা, গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় স্হানীয় বটিয়াঘাটা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও দুর্নীতি দমন কমিশনের নির্দেশনায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ নানান কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো র্যালি,জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা।উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবঃ অধ্যাপক মনোরন্জন মন্ডল’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা নিরন্জন কুমার রায় ‘র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন থানার ওসি খন্দকার হাফিজুর রহমান, ওসি তদন্ত শাহীনুর রহমান গোলদার,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ অমিতেষ দাস,উপজেলা প্রকৌশলী গৌতম কুমার প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ তরিকুল ইসলাম, মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান,জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি মোঃ কামরুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা বিনয় কৃষ্ণ সরকার,জেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ফেরদাউস সেখ,উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ,সামাজিক বন বিভাগের তাহসিন রেজা,অধ্যক্ষ শশাঙ্ক মন্ডল,প্রধান শিক্ষক অন্নদা শংকর রায়,বীরমুক্তিযোদ্ধা বিদ্যাধর বিশ্বাস,সাংবাদিক আরিফুজ্জামান দুলু সাংবাদিক গাজী তরিকুল ইসলাম,সাংবাদিক রিপন রায়,সাংবাদিক সুদীপ্ত বিশ্বাস শুভ,সমাজসেবক সুদীপ্ত মল্লিক,সমাজসেবক হিরন্ময় রায় প্রমূখ।
Leave a Reply