
দাকোপ (খুলনা) প্রতিনিধি:: খুলনার দাকোপে উপকূলীয় অঞ্চলে জলবায়ু প্ররোচিত ক্ষয়ক্ষতি কৃষি ও জীবিকায় তীব্র মাত্রা প্রভাব সম্পর্কিত চ্যালেঞ্জ শীর্ষক স্থানীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলায় জলবায়ু পরিবর্তনের কার্যকর পদক্ষেপের জন্য প্রান্তিক জনগোষ্ঠীর দৃষ্টিভঙ্গি একীকরন (IMPACT) প্রকল্পের আওতায় বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলার কৃষক প্রশিক্ষণ হলরুমে দাকোপ উপজেলায় জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে বিশেষ উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে International Center for Climate Change And Development – ICCCAD (আন্তর্জার্তিক জলবায়ু ও উন্নয়ন কেন্দ্র)। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও Loss & Damage (ক্ষয়ক্ষতি) মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি, দরিদ্র ও বিভিন্ন পেশাজীবি, নারী ও শিশু, আত্ম-কর্মসংস্থান সৃষ্টিতে অবদানের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কর্মশালায় অতিথির হিসেবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, উপজেলা প্রানি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা শামীম আরা হক। উক্ত কর্মশালায় আরো উপস্থিত ছিলেন প্র্যাক্টিকাল একশন মোঃ সাজ্জাদ হোসেন, হীড বাংলাদেশ গৌরাঙ্গ মোহন, এনজিও ফোরাম বিভূতি সরকার, সিপিপি টিম লিডার দেবাশিষ ঢালি, ইউডিএমসি সদস্য সঞ্জীব বাওয়ালি, প্রকল্পের প্রোগ্রাম অফিসার চৌধুরী আবরার জাহীন, রিসার্চ অফিসার শাকিব আলম পৃথুল, রিসার্চ অফিসার মাজেদুল হক বায়েজিদ, ইউথ ফেলো আমেনা মোস্তারি ত্বোয়াসিন প্রমুখ। কর্মশালায় সার্বিক সহায়তায় ছিলেন এ্যাডামস ফাউন্ডেশন প্রকল্প সমন্বয়ক মোঃ জিল্লর রহমান।
অনুষ্ঠানে বক্তরা বলেন,দাকোপ উপজেলায় জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বন্যা, সাইক্লোন, লবনাক্ততা, নদী ভাঙন, জলাবদ্ধতা ইত্যাদি দূর্যোগ কৃষি ক্ষেত্রে, দৈনন্দিন জীবনে, জনস্বাস্থ্যে, প্রাণি সম্পদে, মানবাধিকারে ও লিঙ্গীয় ক্ষেত্রে প্রভাব নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানটি একটি অংশীজন কেন্দ্রিক সভা ছিলো যেখানে বিভিন্ন পেশার কমিউনিটি সদস্য,শিক্ষক, সরকারি কর্মকর্তা, উন্নয়নকর্মীরা একই স্থানে তাদের চাহিদা, বর্তমানে সরকারী সাহায্য ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করেন এই নিয়ে যে ভবিষ্যতে জলবায়ু প্ররোচিত Loss & Damage ( ক্ষয়ক্ষতি) কিভাবে আরো কার্যকরীভাবে মোকাবেলা করা যায়। সভাতে আলোচনার মাধ্যমে বিভিন্নভাবে এই সমস্যা সমাধানের কৌশল প্রস্তাবনা করা হয় যা সরকারি কর্মকর্তা ও কমিউনিটি সদস্যরা একমত হয়ে প্রস্তাব করেন।
Leave a Reply