
দাকোপ প্রতিনিধি:: দাকোপে বে-সরকারী উন্নয়ন সংস্থা দলিতের আয়োজনে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য সমস্যা সম্পর্কিত অ্যাডভোকেসি এজেন্ডা নির্ধারণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জার্মান কর্পোরেশন এবং জার্মান ডক্টারস্ এর অর্থায়নে বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীপ বালা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তন্ময় মল্লিক, মেডিকেল অফিসার মা ও শিশু ডাঃ ফাতেমা তুজ জোহরা তিশা, সহকারী ডেন্ডাল সার্জন ডাঃ সেলিম রেজা।
প্রকল্পের প্রজেক্ট কো-অডিনেটর কুমারেশ চন্দ্র বাউলিয়ার পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন স্বাস্থ্য পরিদর্শক প্রহেলিকা চক্রবর্তী, পরিসংখনবিদ মোঃ এনায়েত আলী, ইউপি সদস্য মানিক কুমার জয়, ইউপি সদস্য হিল্লোল সরকার,পরিবেশ কর্মী ইসরাফিল বয়াতি, প্রকল্পের মিল অফিসার রাইমোহন সরকার, এনজিও প্রতিনিধি, সুধীজন ও সাংবাদিক বৃন্দ।
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত প্রকল্প এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগনের স্বাস্থ্য ও সচেতনতা, নিরাপদ পানির ব্যবহার, খাদ্যও পুষ্টি কার্যক্রম, টেকসই ও সম্মিলিত কৃষি উন্নয়ন এবং জীবিকা ও সামাজিক উন্নয়ন নিশ্চিত করার উদ্দেশ্যে বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং পুষ্টি সহায়তা প্রদান, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা কার্যক্রম বাস্তবায়ন, জলবায়ূ পরিবর্তনজনিত স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলা, টেকসই কৃষি প্রযুক্তি এবং পুষ্টিকর খাদ্য উৎপাদন নিশ্চিতকরণ, মাতৃ ও শিশুস্বাস্থের উন্নয়ন এবং অপুষ্টি হ্রাস।
Leave a Reply