1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
দাকোপে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য সমস্যা সম্পর্কিত অ্যাডভোকেসি এজেন্ডা নির্ধারণ কর্মশালা পাইকগাছায় নবাগত ওসি মোঃ গোলাম কিবরিয়ার সাথে শিক্ষক নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ দাকোপে বেগম রোকেয়া দিবস পালিত ভারতে আটক হওয়া ৩২ বাংলাদেশী জেলেকে ফিরিয়ে আনল কোস্টগার্ড বীরশ্রেষ্ঠ শহিদ রুহুল আমিন ও বীর বিক্রম শহিদ মহিবুল্লাহ এর ৫৪তম শাহাদাত বার্ষিকী পালন মোংলায় মৎস্য সম্পদ উন্নয়নে মৎস্যজীবী নেটওয়ার্ক ও মৎস্য অধিদপ্তরের আলোচনা সভা সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর আস্তানা থেকে ৮ জেলে উদ্ধার, অস্ত্র-গোলাবারুদ জব্দ দাকোপে জলবায়ু প্ররোচিত ক্ষয়ক্ষতি কৃষি ও জীবিকায় তীব্র মাত্রা প্রভাব সম্পর্কিত চ্যালেঞ্জ শীর্ষক স্থানীয় কর্মশালা ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৫ বাংলাদেশি পাইকগাছায় পাখি শিকার রোধে বনবিবি’র লিফলেট বিতরণ চলমান

সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর আস্তানা থেকে ৮ জেলে উদ্ধার, অস্ত্র-গোলাবারুদ জব্দ

  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

মনির হোসেন,মোংলা:: সুন্দরবনের কুখ্যাত দস্যু জাহাঙ্গীর বাহিনীর আস্তানা থেকে অস্ত্র-গোলাবারুদসহ জিম্মি থাকা ৮ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন।

উদ্ধারকৃত জেলেরা হলেন-(১)আতিয়ার(২৮), পিতাঃ দেসার আলী সরদার, (২) আবুল খায়ের গাজী (২৪), পিতাঃ আবু সাইদ গাজী, (৩) মোশারফ হোসেন ঢালী (৬০) পিতাঃ মৃত মোঃ মালেক ঢালী, (৪) আলী (৫০),পিতাঃ মৃত মাদার আলী, (৫) মিজানুর রহমান (৩৭),পিতাঃ গনি হাওলাদার, (৬) জলিল গাজী (৩৫),পিতাঃ মৃত সবেদ আলী গাজী,(৭) কৃষ্ণপদ রপ্তান (৪৫), পিতাঃ যাদব রপ্তান ও (৮) সুগদেব মন্ডল (২৭)পিতাঃ অগর মন্ডল। এরা সকলেই খুলনার কয়রা উপজেলার বাসিন্দা।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত জাহাঙ্গীর বাহিনী সুন্দরবনের শিবসা নদীর ছোট ডাগরা খাল এলাকায় কয়েকজন জেলেকে জিম্মি করে রেখেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ১০ ডিসেম্বর বুধবার সকাল ৬টায় কোস্টগার্ড স্টেশন কয়রা এর একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন ওই এলাকা হতে ১টি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ এবং ৭ রাউন্ড ফাঁকা কার্তুজসহ জিম্মি থাকা ৮ জন জেলেকে উদ্ধার করা হয়। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা বনের ভেতর পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত জেলেদের জিজ্ঞাসাবাদে জানা যায়, জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা তাদের ৭ দিন ধরে জিম্মি করে রেখে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন করছিল।

উদ্ধারকৃত জেলেদের পরিবারের নিকট হস্তান্তর করা হয় এবং জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট