
ডেস্ক:: মহান বিজয় দিবস-২০২৫ উদযাপনকে সামনে রেখে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এলাকা পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখতে ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত স্মৃতিসৌধের ভেতরে সাধারণ মানুষের প্রবেশ বন্ধ থাকবে।
১৬ ডিসেম্বর ভোরে ভিভিআইপি ও ভিআইপিদের পুষ্পস্তবক অর্পণ এবং আমন্ত্রিত অতিথিদের আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত সর্বসাধারণ সেখানে প্রবেশ করতে পারবেন না।
তথ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বিজয় দিবস উদযাপন উপলক্ষে গাবতলী থেকে স্মৃতিসৌধ পর্যন্ত রাস্তার কোথাও পোস্টার, ব্যানার বা ফেস্টুন লাগানো নিষিদ্ধ।
এ ছাড়া স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের সময় ফুলের বাগান বা আশপাশের পরিবেশের কোনো ক্ষতি না করার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে।
Leave a Reply