
সাহারুল ইসলাম ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:: দিনাজপুরের ঘোড়াঘাটে নবাগত উপজেলা নির্বাহী অফিসার রুবানা তানজিন সাথে উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, নবাগত উপজেলা নির্বাহী অফিসার রুবানা তানজিন।
এছাড়াও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি )আব্দুল আল মামুন কাওছার শেখ সহ ঘোড়াঘাট উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকেরা।
সভায় বক্তরা ঘোড়াঘাট উপজেলার আইন শৃঙ্খলা রক্ষার বিষয়ে ব্যাপক আলোচনা করেন।
নবাগত ইউএনও মহোদয় বলেছেন ঘোড়াঘাটে আইন শৃঙ্খলার বিষয় আমরা তৎপর আছি এবং থাকব।
তিনি আরো বলেন ঘোড়াঘাট উপজেলার প্রশাসন কঠোর অবস্থানে থাকবে এবং রাস্তাঘাট মাদকদ্রব্য হাট বাজার সবকিছু মনিট্রনিং চালানো হবে
ইউএনও মহোদয় এ বিষয়ে সাংবাদিকদের বলেন।
Leave a Reply