1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
ভারতে সাজা শেষে দেশে ফিরল মা-ছেলে চিতলমারীতে দু’পক্ষের মারামারিতে আহত-৫, জায়গা দখলের অভিযোগ বাগেরহাটে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ওসমান হাদীকে গুলিবিদ্ধের ঘটনায় বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাগেরহাটে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত দাকোপে সম্পত্তি দখলের অভিযোগে বাজার কমিটির বিরুদ্ধে সংবাদ সম্মেলন দাকোপের তিলডাঙ্গা ইউনিয়ন ক্রিকেট কাউন্সিল ২২তম উদ্ধোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ারে নেয়া হলো হাদিকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াতে পারে, হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের

চিতলমারীতে দু’পক্ষের মারামারিতে আহত-৫, জায়গা দখলের অভিযোগ

  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

চিতলমারী প্রতিনিধি:: বাগেরহাটের চিতলমারীতে দুই পক্ষের মারামারিতে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলার উত্তর শিবপুর গ্রামে দীর্ঘ দিনের বিরোধীয় জমি দখলকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। আহতদের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।
উত্তর শিবপুর গ্রামের আজিজুল হক মোল্লা, লিটু মেম্বার ও নাসির শেখ জানান, দীর্ঘদিন ধরে জায়গা নিয়ে মোঃ শহিদুল শেখ ও মোঃ ফরিদ শেখদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিকবার গ্রাম পর্যায়ে শালিস হলেও কোন সমাধান হয়নি। সমাধান না হওয়ায় শনিবার সকালে শহিদুল ও তার লোকজন বিতর্কিত ওই জায়গায় ঘর তুলতে যায়। এ সময় ফরিদের লোকজন বাধা দিলে উভয় পক্ষের ৫ জন আহত হন।
আহতরা হলেন মোঃ ফরিদ শেখ (৬৩), মনির শেখ (৫০) ও মোঃ জসিম শেখ (২৫)। অপর পক্ষের মোঃ শহিদুল শেখ (৪৬) ও মেহেদী হাসান রাসেল (৩০)।
মোঃ শহিদুল শেখ বলেন, ‘আমার দাদা আবুল হাশেম ১৯৭৪ সালে ফরিদের পূর্বপুরুষ মফজেল শেখের কাছ থেকে ৩৩ শতক জায়গা ক্রয় করেছিলেন। সেই জায়গা নিয়ে বিরোধ চলে আসছে।’
মোঃ ফরিদ শেখ বলেন, ‘ওদের দাদা যে জায়গা ক্রয় করেছিল সেই জায়গার বদলে অন্য জায়গা বুঝে দেওয়া হয়েছে। এখন রাস্তার পাশের জায়গা দখলের জন্য ঘরের কাঠামো খাড়া করেছে।’
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি স্বাভাবিক আছে। কোন পক্ষ অভিযোগ করেনি। করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট