1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
ভারতে সাজা শেষে দেশে ফিরল মা-ছেলে চিতলমারীতে দু’পক্ষের মারামারিতে আহত-৫, জায়গা দখলের অভিযোগ বাগেরহাটে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ওসমান হাদীকে গুলিবিদ্ধের ঘটনায় বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাগেরহাটে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত দাকোপে সম্পত্তি দখলের অভিযোগে বাজার কমিটির বিরুদ্ধে সংবাদ সম্মেলন দাকোপের তিলডাঙ্গা ইউনিয়ন ক্রিকেট কাউন্সিল ২২তম উদ্ধোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ারে নেয়া হলো হাদিকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াতে পারে, হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের

দাকোপে সম্পত্তি দখলের অভিযোগে বাজার কমিটির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 128;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 40;

দাকোপ প্রতিনিধি:: দাকোপ উপজেলা সদর আচাভূয়া বাজার কমিটির বিরুদ্ধে অবৈধভাবে সম্পত্তি দখল করার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন চালনা পৌরসভার সবুজপল্লী এলাকার হারুন শিকদার।
শনিবার বেলা ১২ টায় দাকোপ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁর পক্ষে লিখিত বক্তব্য উপস্থাপন তাঁর নিযুক্ত আইনজীবি এ্যাডঃ এ এম মনিরুজ্জামান। তিনি বলেন থানা দাকোপের পানখালী মৌজায় এস এ ১ নং খতিয়ানে ৬১৫৬ নং দাগে হারুন শিকদার পিং মোঃ আব্দুস আলী শিকদার ২০০৬ সালে বন্দোবস্ত দলিল নং ১০০৫/৮২-৮৩ মূলে মৃত বাবর আলী ও আকবর লস্করসহ ৫ জন দাতার নিকট থেকে ০০.৫০ একর সম্পত্তি ক্রয় করে ভোগ দখলে আছেন। কিন্তু ওই সম্পত্তি দখলে দীর্ঘদিন প্রচেষ্টা চালিয়ে আসা কাজী এমদাদুল হক, কামরুল ইসলাম, আবুল হোসেন সরদার, বশির গাজী, আরিফ গাজী, পান্না কাজী ও গৌতম শীল আচাভূয়া বাজার কমিটি গঠনের নামে গত ১৬ নভেম্বর ২০২৫ আদালতের নির্দেশ অমান্য করে আমাকে উচ্ছেদ করতে সেখানে জোর পূর্বক ঘর বাঁধে। উল্লেখ্য উক্ত বর্তমানে মহামান্য হাইকোর্টে নিষেধাজ্ঞাসহ সিভিল রিভিশন নং ৩৫০০/২০২৪ নং মামলা চলমান আছে। এ ঘটনার প্রতিকার চেয়ে তিনি প্রশাসনের বিভিন্ন দপ্তরে আবেদন করে ব্যর্থ হয়েছেন বলে দাবী করেছেন। এ ব্যাপারে জানতে বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মোঃ কামরুল হোসেন শেখ সকল অভিযোগ অস্বীকার করে বলেন, অভিযোগকারী হারুনের কোন দলিল নেই। এবং তিনি যে জায়গা দাবী করেন আমাদের বাজার কমিটির ঘর সেই জায়গার উপর না। আমরা মূল মালিক রবীন্দ্রনাথ সরদার এবং মৃঃ বক্কার গাজীর ওয়ারেশ বশির ও আরিফ গাজীর নিকট থেকে নেওয়া বৈধ জায়গার উপর বাজার সমিতির ঘর করেছি। সংবাদ সম্মেলনে হারুন শিকদার, আকবর আলী লস্কর ও আলী হোসেন লস্কর উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট