
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী এবং চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এরশাদ উল্ল্যাকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে খুলনার পাইকগাছায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিএনপি।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে বিএনপির আয়োজনে পাইকগাছা শহরের প্রধান সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বারবার নির্বাচিত চেয়ারম্যান এস এম এনামুল হক।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ইমাদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ আহমেদ মানিক, তৌহিদুজ্জামান মুকুল, সদস্য তুষার কান্তি মন্ডল।
এছাড়াও উপস্থিত ছিলেন সেলিম রেজা লাকি, যোগেশ্বর কার্তিক, মোল্লা ইউনুস আলী, সাইফুজ্জামান সুমন, ফয়সাল রাশেদ সনি, উলামা দলের সদস্য সচিব মোঃ সফিকুল ইসলাম, ছাত্রনেতা মোঃ আরিফুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, শুক্রবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী এবং চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্ল্যার ওপর গুলিবর্ষণের ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক।
নেতৃবৃন্দ অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানান।
Leave a Reply