
সাহারুল ইসলাম ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধি:: দিনাজপুরের ঘোড়াঘাট থানার নবাগত ওসি মহোদয় কে শুভেচ্ছা জানালেন, মোঃ আব্দুল মান্নান সরকার দিনাজপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক এবং ঘোড়াঘাট উপজেলা শাখার আহ্বায়ক (এন পি পি)।
আর উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান মিজু এবং হাজী মোঃ মোজাম্মেল হক মোজাম। হাজ্জি মোঃ নুরুল ইসলাম নুরু।
সহকারী অধ্যাপক, মোঃ আইয়ুব আলী। প্রভাষক, মোঃ ফারুক,। প্রভাষক, মোঃ করিম মিয়া শাহজাহান। প্রদর্শক, শিবু কিস্কু।
আকিবুল ইসলাম, আঃ আজিজ, শাহাবুল মন্ডল, রিপন মন্ডল, আঃ রশিদ, রায়হান সরকার, আহসান হাবিব শান্ত, ধীরেন পাল, নান্নু মন্ডল।
আর উপস্থিত ছিলেন এনসিপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
Leave a Reply