
দাকোপ প্রতিনিধি:: দাকোপে স্থানীয় পর্যায়ে কৃষিনীতি বাস্তবায়নের জন্য কর্মপরিল্পনা উন্নয়ন প্রক্রিয়ায় এফএসএফসিএসও প্রতিনিধিত্বের জন্য সরকারের কাছে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বে-সরকারী উন্নয়ন সংস্থা উলাসী সৃজনী সংঘের আয়োজনে সবল প্রকল্পের আওতায় ইউরোপিয়ান ইউনিয়ন ও ট্রেইডক্রাফট এক্সচেঞ্জ এর সহযোগীতায় রবিবার বেলা ১১ টায় উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালের প্রশিক্ষণ হলরুমে উপজেলা নারী অ্যাসোসিয়েশনের সভাপতি সামছুন্নাহার বেগমের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা সমীর বিশ্বাসসহ নারী নেত্রীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন উলাসী সৃজনী সংঘের উপজেলা সমন্বয়কারী ব্রজেন্দ্রনাথ শীল।
Leave a Reply