
বেনাপোল প্রতিনিধি:: বেনাপোল চেকপোস্ট কাষ্টমসে প্রায় ১৭ লাখ হুন্ডির টাকাসহ ভারতীয় দুই নারী পাসপোর্ট যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্মকর্তারা।
রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বেনাপোল চেকপোস্ট কাস্টমসে স্ক্যানিংয়ের সময় তাদের ব্যাগ তল্লাশি করে বাংলাদেশি প্রায় ১৭ লাখ টাকা উদ্ধার করা হয়। এ সময় কাস্টমস কর্তৃপক্ষ তাদের আটক করে। বেনাপোল চেকপোস্ট কাস্টমসের রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন ZA 133250 নম্বরের পাসপোর্ট যাত্রী উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানার রায়পুর গ্রামের আনন্দ বৈদ্য’র স্ত্রী রিনা বৈদ্য (৩৭) এবং Z 7248434 নম্বরের পাসপোর্ট যাত্রী একই এলাকার মৃত সানোয়ার শাহাজী’র স্ত্রী মুক্তি শাহাজি (৫৪)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা এক হাজার টাকার বিনিময়ে ওই টাকা বাংলাদেশে নিয়ে আসছিলেন। এ ঘটনায় আটক ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছেন।
বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার অতুল গোস্বামী জানান, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে কাস্টমসের স্ক্যানিং তল্লাশি কেন্দ্রে তাদের ব্যাগ তল্লাশির জন্য দিলে সেখানে ১৭ লাখ টাকা পাওয়া যায়। আপতত টাকাগুলো সিজার করা হয়েছে। উপযুক্ত প্রমাণ স্বাপেক্ষে টাকাগুলো ফেরত দেওয়া হবে। যথাযথ প্রমাণ দেখাতে না পারলে সরকারি কোষাগার জমা দেওয়া হবে।
Leave a Reply