
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:: দিনাজপুরের ঘোড়াঘাটে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে ২০২৫সালে মহান় বিজয় দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৮ টায় উপজেলা পরিষদ মাঠে অস্থায়ী ভাবে নির্মিত স্মৃতিসৌধে স্ব- স্ব দপ্তরের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন ,উপজেলা নির্বাহী অফিসার রুবানা তানজিন, সহকারী কমিশনার (ভুমি) ও পৌর প্রশাসক আব্দুল আল মামুন কাওছার শেখ,ঘোড়াঘাট থানার ওসি মো. শহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সোলায়মান হোসেন মেহেদী, উপজেলা কৃষি অফিসার রফিকুজ্জামান,ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, বীর মুক্তিযোদ্ধা জগদীশ চন্দ্র প্রমূখ।
এছাড়াও শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা ও পৌর বিএনপি,মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,ঘোড়াঘাট সরকারি কলেজ,ঘোড়াঘাট পৌরসভা, ঘোড়াঘাট থানা, ঘোড়াঘাট ফায়ার সার্ভিস, ঘোড়াঘাট থানা প্রেসক্লাব,পল্লী বিদ্যুৎ ঘোড়াঘাট জোনাল অফিস-সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের দপ্তর প্রধানরা।
পরে উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।
Leave a Reply