1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
৯ কোটি ২০ লাখে আইপিএলে দল পেলেন মুস্তাফিজ বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মামলা ষড়যন্ত্রকারী ও ফ্যাসিস্ট টেরোরিস্টদের কাউকে ছাড় দেওয়া হবে না-প্রধান উপদেষ্টা বিজয় দিবসে সশস্ত্র বাহিনীর আয়োজনে প্রধান উপদেষ্টা ড. ইউনূস বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং, বিশ্বরেকর্ড গড়ল বাংলাদেশ বিজয় দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন জাতীয় পার্টির খুলনা মহানগর এর উদ্যোগে মহান বিজয় দিবসের সভা অনুষ্ঠিত খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত দর্শনার্থীদের পদচারণায় মুখরিত কোস্টগার্ড জাহাজ ‘বিসিজিএস কামরুজ্জামান’ মোংলায় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘আবু বকর’ ঘুরে দেখলেন দর্শনার্থীরা

পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পাইকগাছায় যথাযোগ্য মর্যাদা, উৎসবমুখর পরিবেশ ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর মঙ্গলবার মহান বিজয় দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।

প্রত্যুষে পাইকগাছা কেন্দ্রীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, থানা, বিএনপি, প্রেসক্লাব পাইকগাছাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজী, পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া, (ওসি তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমান। এছাড়াও উপজেলা বিএনপির পক্ষ থেকে খুলনা-৬ আসনের সংসদ প্রার্থী এস এম মনিরুল ইসলাম বাপ্পি, ডা. আব্দুল মজিদ, এনামুল হকসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সহ-সভাপতি মোঃ আজিজুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন এবং বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এরপর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।

সকাল সাড়ে আটটায় পাইকগাছা সরকারি স্কুল মাঠে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াসিউজ্জামান চৌধুরী। এসময় সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী ও থানার ওসি মোঃ গোলাম কিবরিয়া উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শনী উপস্থিত দর্শকদের দৃষ্টি কাড়ে।

মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করা হয়। সকাল সাড়ে দশটায় মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াসিউজ্জামান চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী, থানার ওসি মোঃ গোলাম কিবরিয়া, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে শহীদ মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারের সদস্যদের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিকেলে পাইকগাছা সরকারি বালক বিদ্যালয় মাঠে পুরুষদের এবং পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নারীদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করা হয়।

পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী মহান বিজয় দিবসের নানা কর্মসূচির সফল সমাপ্তি ঘটে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট