1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৪২ অপরাহ্ন
সর্বশেষ :

পাইকগাছায় নির্বাচনী আচরণ বিধি পরিপালনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছা উপজেলায় নির্বাচনী আচরণ বিধি পরিপালনে প্রয়োজনীয় দায়িত্ব ও করণীয় বিষয় নিয়ে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও গ্রাম পুলিশ সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার(১৭ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। সভায় নির্বাচনী আচরণ বিধিমালা সম্পর্কে বিস্তারিত ব্রিফিং প্রদান করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ বজলুর রশীদ।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে জিএম আব্বাস উদ্দীন, জাবেদ ইকবাল, ফারুক হোসেন সরদার, আরিফ বিল্লাহ, মোঃ বেলাল হুসাইন, শেখ মিরাজুল ইসলাম, সঞ্জীব ঘোষ, বিজয় পালসহ বিভিন্ন ইউনিয়নের ১০ জন দফাদার।

সভায় প্রত্যেক ইউনিয়নের প্রধান সড়ক, বাজার ও জনসমাগম বেশি এমন এলাকায় নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণসহ আচরণ বিধি কার্যকরভাবে বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট কর্মকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট