1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০১:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ওসমান হাদির মৃত্যুতে বিএনপির গভীর শোক বাংলাদেশ-ভারত সম্পর্ক, ১৯৭১ পরবর্তী কঠিনতম পরীক্ষার মুখে নয়াদিল্লি বেনাপোল দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে দেশে ফিরল ২৪ জন নারী পুরুষ ও শিশু গুম ও হাওর সংক্রান্ত অধ্যাদেশ অনুমোদন করল উপদেষ্টা পরিষদ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি: ‘যমুনা ঘেরাও’য়ের আল্টিমেটাম অবশেষে ২৭তম বিসিএস থেকে ৬৭৩ জনকে নিয়োগ দিল সরকার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান হাদি মারা গেছেন টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৮ হাজার পিস ইয়াবা জব্দ চিতলমারীতে জাগরণী চক্র ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ চিতলমারীতে ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে আ’লীগ নেতা গ্রেপ্তার

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান হাদি মারা গেছেন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি আর নেই। সিঙ্গাপুরে উন্নত চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সিঙ্গাপুরে শরিফ ওসমান হাদির চিকিৎসা তদারকির সঙ্গে যুক্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

একই সময়ে ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজেও তার মৃত্যুর খবর জানানো হয়।

এর আগে গত বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে জানিয়েছিল যে, গুলিবিদ্ধ হওয়ার পর শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। ওই ঘোষণার পর থেকেই দেশজুড়ে তার সুস্থতা নিয়ে ব্যাপক উৎকণ্ঠা তৈরি হয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মহল তাঁর দ্রুত আরোগ্য কামনায় সরব ছিল।

জানা যায়, গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে দেশের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল নিরলস প্রচেষ্টা চালালেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

শরিফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের একজন সুপরিচিত মুখ হিসেবে রাজনৈতিক ও সমসাময়িক ইস্যুতে অত্যন্ত সক্রিয় ছিলেন। বিশেষ করে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন আন্দোলন ও কর্মসূচিতে তাঁর সাহসী ভূমিকা সংগঠনটির পরিচিতি বাড়াতে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

তার মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, শরিফ ওসমান হাদির অকাল মৃত্যু দেশ ও সংগঠনের জন্য এক অপূরণীয় ক্ষতি। রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মরহুমের মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে জানাজা ও দাফনের সময়সূচি পরবর্তী সময়ে জানানো হবে। স্পষ্টভাষী ও সাহসী এই তরুণের মৃত্যুতে সহযোদ্ধাদের মধ্যে শোকের মাতম চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট