1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০১:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ওসমান হাদির মৃত্যুতে বিএনপির গভীর শোক বাংলাদেশ-ভারত সম্পর্ক, ১৯৭১ পরবর্তী কঠিনতম পরীক্ষার মুখে নয়াদিল্লি বেনাপোল দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে দেশে ফিরল ২৪ জন নারী পুরুষ ও শিশু গুম ও হাওর সংক্রান্ত অধ্যাদেশ অনুমোদন করল উপদেষ্টা পরিষদ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি: ‘যমুনা ঘেরাও’য়ের আল্টিমেটাম অবশেষে ২৭তম বিসিএস থেকে ৬৭৩ জনকে নিয়োগ দিল সরকার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান হাদি মারা গেছেন টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৮ হাজার পিস ইয়াবা জব্দ চিতলমারীতে জাগরণী চক্র ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ চিতলমারীতে ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে আ’লীগ নেতা গ্রেপ্তার

গুম ও হাওর সংক্রান্ত অধ্যাদেশ অনুমোদন করল উপদেষ্টা পরিষদ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

ডেস্ক:: গুম প্রতিরোধ ও প্রতিকার এবং দেশের হাওর ও জলাভূমি রক্ষায় দুটি পৃথক অধ্যাদেশের খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সাপ্তাহিক বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়া হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় বৈঠকের বিস্তারিত জানানো হয়েছে।

অনুমোদিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’ অনুযায়ী, কোনো ব্যক্তি ন্যূনতম ৫ বছর ধরে গুম থাকলে এবং জীবিত ফিরে না আসলে ট্রাইব্যুনাল তাকে আনুষ্ঠানিকভাবে ‘ডিসঅ্যাপিয়ার্ড’ বা ‘গুম’ ঘোষণা করতে পারবে। মানবাধিকার কমিশনের সুপারিশের প্রেক্ষিতে সরকার প্রয়োজনীয় সংখ্যক পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিতে পারবে। ভুক্তভোগী বা অভিযোগকারীও ব্যক্তিগত উদ্যোগে ট্রাইব্যুনালে আইনজীবী নিয়োগ করতে পারবেন। এছাড়া গুম হওয়া ব্যক্তির স্ত্রী বা তার ওপর নির্ভরশীল পরিবারের সদস্যরা কমিশনের পূর্বানুমতি ছাড়াই তার সম্পত্তি ব্যবহার করতে পারবেন।

বৈঠকে ‘বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ অধ্যাদেশ ২০২৫’-এর খসড়া অনুমোদন করা হয়েছে। বিশ্বের বিরল এই ইকোসিস্টেম রক্ষায় নদীপথে বাধা সৃষ্টি করে অপরিকল্পিত বাঁধ নির্মাণ, বিষ ও কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার এবং পর্যটনের বিরূপ প্রভাব রোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই অধ্যাদেশের মাধ্যমে হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের দায়িত্ব ও অধিক্ষেত্র সুনির্দিষ্ট করা হবে। সংরক্ষিত এলাকা ঘোষণা, নিষিদ্ধ কার্যক্রমের জন্য দণ্ডের বিধান এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অধিদপ্তরের মতামত গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।

সুইজারল্যান্ডের রাজধানী বার্নে বাংলাদেশের একটি নতুন দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বর্তমানে জেনেভায় স্থায়ী মিশন থাকলেও বার্নে দূতাবাস না থাকায় কূটনৈতিক কাজে দীর্ঘদিনের শূন্যতা ছিল। সুইজারল্যান্ড বাংলাদেশের গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি হবে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের ৮৩তম মিশন।

উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির সংকটাপন্ন স্বাস্থ্য নিয়ে আলোচনা হয়েছে। হাদির চিকিৎসার বিষয়ে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান নিয়মিতভাবে প্রধান উপদেষ্টার সঙ্গে যোগাযোগ রাখছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করে তার চিকিৎসার দেখভাল করছেন।

এছাড়া, এ বছর মহান বিজয় দিবস সুন্দর ও সুচারুভাবে উদযাপনের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছে উপদেষ্টা পরিষদ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট