1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :

ঘোড়াঘাটে সাবেক কাউন্সিলর ও ইউপি সদস্য গ্রেফতার

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

সাহারুল ইসলাম ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধি:: দিনাজপুরের ঘোড়াঘাটে ছাত্র-জনতার আন্দোলনের সময় হামলায় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হারুনুর রশিদ (৩৮) এবং পৌর আওয়ামী লীগের সদস্য ও সাবেক কাউন্সিলর কাজী কাদের (৬০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।  ভোররাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
হারুনুর রশিদ ৪নং ঘোড়াঘাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি একই সঙ্গে ৪নং ঘোড়াঘাট ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। অপরদিকে কাজী কাদের পৌর আওয়ামী লীগের সদস্য এবং পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, গত বছরের ৪ আগস্ট পৌরসভার চারমাথা বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সমাবেশে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগে ঘোড়াঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদেরকে দিনাজপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট