
ডেস্ক:: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার ও খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ মোড়।
শনিবার বিকেল ৪টা থেকে ছাত্র-জনতার অংশগ্রহণে এই বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু হয়।
সরেজমিনে দেখা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দাফন প্রক্রিয়া সম্পন্ন করার পর হাজার হাজার ছাত্র-জনতা মিছিল সহকারে শাহবাগে জড়ো হতে শুরু করেন। এ সময় ‘হাদির রক্ত বৃথা যেতে দেব না’, ‘খুনিদের ফাঁসি চাই’ এমন সব স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা। ইনকিলাব মঞ্চের আহ্বানে এই কর্মসূচিতে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে।
এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে শহীদ ওসমান হাদিকে সমাহিত করা হয়। রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে শেষ বিদায় জানানোর সময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
শনিবার দুপুর ২টা ৩৩ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সারা দেশ থেকে আসা বিভিন্ন শ্রেণি-পেশার লক্ষাধিক মানুষ শরিক হন। জানাজায় ইমামতি করেন শহীদ হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক। জানাজায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদের সদস্যরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়েছিলেন ওসমান হাদি। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর এই হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে আজ জানাজা ও দাফন শেষে শাহবাগে এই আন্দোলনের ডাক দেওয়া হয়।
Leave a Reply