
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :: খুলনার পাইকগাছায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) সংসদীয় আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী, খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পিকে বিজয়ী করার লক্ষ্যে উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী গদাইপুর বাজার চান্নি চত্বরে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও শিক্ষক বাবর আলী গোলদার।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য শেখ বেনজির আহমেদ লাল, সরদার ফারুক আহমেদ এবং বিএনপি নেতা ও পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জিএম মিজানুর রহমান।
পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক ফসিয়ার রহমান এর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য জবেদ আলী গাজী, যুবনেতা কাজী ইসতিয়াক আহমেদ, উপজেলা মহিলা দলের আহ্বায়ক লক্ষ্মী রানী গোলদার, কাজী কাকলি আক্তার প্রমুখ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক ও যুবনেতা কাজী তোহিদুল ইসলাম সোহাগ, স্বেচ্ছাসেবক দলের নেতা মোকলেছুর রহমান কাজল, মুজিবুর রহমান, আব্দুল গফুর সরদার, আজিবর রহমান, বিএনপি নেতা মিজানুর রহমান, যুবনেতা শাহিনুর রহমান, কাজী সিফাত উল্লাহ, রফিকুল ইসলাম, গাজী কামাল, ছন্দা সুলতানাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
Leave a Reply