1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক এ কে খন্দকারের জানাজা রোববার ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে উত্তাল শাহবাগ, চলছে বিক্ষোভ পাইকগাছায় ধানের শীষের প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় হাদির আত্মার মাগফিরাত কামনায় চিতলমারীতে দোয়া ও আলোচনা সভা ভোলায় কোস্টগার্ডের ডেভিল হান্ট অভিযানে একজন আটক তিন জেলায় কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন ডেভিল হান্টে আটক ৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের দুই আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত পাইকগাছায় নাশকতা মামলার আসামিসহ তিনজন আটক মায়ানমারে পাচারকালে সিমেন্টসহ ৮ জনকে আটক করেছে কোস্টগার্ড সুদান থেকে ফিরলেন ৬ শহীদ শান্তিরক্ষী, রোববার সামরিক মর্যাদায় দাফন

সুদান থেকে ফিরলেন ৬ শহীদ শান্তিরক্ষী, রোববার সামরিক মর্যাদায় দাফন

  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসীদের ড্রোন হামলায় শাহাদাতবরণকারী ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে পৌঁছেছে।

শনিবার বেলা ১১টা ৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিমানবন্দরে নিহত বীর সেনানিদের মরদেহ গ্রহণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম।

এ সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, বাংলাদেশে জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মরদেহ গ্রহণের সময় উপস্থিত সকলে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং সামরিক রীতিতে স্যালুট প্রদানের মাধ্যমে শহীদদের প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়।

আইএসপিআর জানিয়েছে, আগামীকাল রোববার (২১ ২১ ডিসেম্বর) ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে শহীদ শান্তিরক্ষীদের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাদের মরদেহ হেলিকপ্টারে করে নিজ নিজ স্থায়ী ঠিকানায় পাঠানো হবে এবং যথাযথ সামরিক মর্যাদায় দাফন সম্পন্ন করা হবে।

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ মিশন ঘাঁটিতে বর্বরোচিত ড্রোন হামলায় এই ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষী প্রাণ হারান। ওই ঘটনায় আরও ৯ জন শান্তিরক্ষী আহত হয়েছিলেন, যাঁদের মধ্যে ৮ জন বর্তমানে কেনিয়ার নাইরোবিতে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের মতে, আহতরা এখন আশঙ্কামুক্ত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট