
নিজস্ব প্রতিবেদক:: জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি (ওসমান হাদি) সব সময় বাংলাদেশের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত ওসমান হাদির জানাজায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি হাদির দেখানো পথেই রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন।
জানাজায় প্রধান উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
শহীদ হাদির বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে অনুষ্ঠিত এই জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে ড. ইউনূস বলেন, “লাখ লাখ মানুষ আজ এখানে প্রিয় নেতাকে শ্রদ্ধা জানাতে হাজির হয়েছে। কেবল দেশেই নয়, বিদেশের মাটিতেও মানুষ হাদির আদর্শ সম্পর্কে জানতে আগ্রহী। প্রিয় ওসমান হাদি, আমরা তোমাকে বিদায় দিতে আসিনি; তুমি আমাদের প্রতিটি বাংলাদেশির বুকের ভেতর আছ এবং থাকবে।”
প্রধান উপদেষ্টা শহীদ হাদির স্বপ্ন পূরণের ওয়াদা করে বলেন, “তুমি যা বলে গেছ, আমরা তা পূরণ করার শপথ নিচ্ছি। তোমার মানবপ্রেম, অমায়িক ব্যবহার এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দেশবাসী গ্রহণ করেছে। তুমি আমাদের মাথা উঁচু করে দাঁড়ানোর যে মন্ত্র শিখিয়ে গেছ, তা চিরদিন আমাদের কানে বাজবে। আমাদের শির কখনো নত হবে না; প্রতিটি কাজে আমরা তা প্রমাণ করব।”
নির্বাচনী রাজনীতিতে হাদির নতুন ধারার প্রশংসা করে প্রধান উপদেষ্টা বলেন, “তুমি নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলে। মানুষকে কষ্ট না দিয়ে কীভাবে সুষ্ঠু প্রচারণা চালাতে হয়, আমরা তোমার থেকে সেই শিক্ষা গ্রহণ করেছি। আমরা এভাবেই আগামী দিনে এগিয়ে যেতে চাই।”
বক্তব্য শেষে প্রধান উপদেষ্টা ওসমান হাদিকে আল্লাহর হাতে আমানত রেখে বলেন, যুগ যুগ ধরে তার আদর্শ জাতির অগ্রগতির পথে অনুপ্রেরণা হয়ে থাকবে। জানাজা শেষে শহীদ হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে সমাহিত করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।
Leave a Reply