1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৭:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
সাংবাদিকদের শিশুবান্ধব হতে হবে -মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বাগেরহাটের চারটি সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন পেলেন যাঁরা ভোলা ও হাতিয়ায় কোস্টগার্ডের ডেভিল হান্ট অভিযানে আটক ২ সন্দ্বীপে কোস্টগার্ডের ডেভিল হান্ট অভিযানে ছাত্রলীগ যুবলীগের দুই নেতাকর্মী আটক বগুড়া-৭ আসন থেকে বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র উত্তোলন কারাদণ্ডের পর দেশজুড়ে আন্দোলনের ডাক ইমরান খানের প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা গণতন্ত্রের জন্য অশনিসংকেত তিন বাহিনী প্রধানের সঙ্গে সিইসির বৈঠক দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হুমকি ঢাকা সেনানিবাসে সুদানে নিহত ৬ শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন

তিন বাহিনী প্রধানের সঙ্গে সিইসির বৈঠক

  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

ডেস্ক:: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় তিন বাহিনী প্রধানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রোববার দুপুর ১২টায় নির্বাচন ভবনে এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে যোগ দিতে দুপুর ১২টার আগেই একে একে নির্বাচন ভবনে পৌঁছান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ তাঁদের অভ্যর্থনা জানান। প্রায় ঘণ্টাব্যাপী এই বৈঠকে দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি এবং নির্বাচনকালীন নিরাপত্তা ছক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

তিন বাহিনী প্রধানের সাথে ব্যক্তিগত বৈঠকের পর আজ দুপুর আড়াইটায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে আরেকটি উচ্চ পর্যায়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সিইসি নাসির উদ্দিনের সভাপতিত্বে ওই সভায় চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিব উপস্থিত থাকবেন।

বৈঠক সূত্রে জানা গেছে, নির্বাচনের আগের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সারাদেশে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান জোরদার, সন্ত্রাসী কার্যক্রম দমনে যৌথ বাহিনীর ভূমিকা এবং নির্বাচনী আচরণ বিধিমালা অনুযায়ী একটি সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হচ্ছে। এছাড়া নির্বাচনের সময় সেনাবাহিনী মোতায়েনের রূপরেখা ও অন্যান্য প্রাসঙ্গিক নিরাপত্তা ইস্যু নিয়ে এই বৈঠকগুলোতে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট