1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ওসমান হাদির হত্যাকারী সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই-অতিরিক্ত আইজিপি দিল্লিতে হাইকমিশনে হামলা ভারতের দাবি প্রত্যাখ্যান করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি পাইকগাছায় সাজাপ্রাপ্ত আসামিসহ আটক-৩ নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে নিখোঁজ দুইজনের মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড পাইকগাছায় ধানের শীষের ওয়ার্ড কমিটি গঠন ও মতবিনিময় সভা সাংবাদিকদের শিশুবান্ধব হতে হবে -মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বাগেরহাটের চারটি সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন পেলেন যাঁরা ভোলা ও হাতিয়ায় কোস্টগার্ডের ডেভিল হান্ট অভিযানে আটক ২ সন্দ্বীপে কোস্টগার্ডের ডেভিল হান্ট অভিযানে ছাত্রলীগ যুবলীগের দুই নেতাকর্মী আটক বগুড়া-৭ আসন থেকে বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র উত্তোলন

দিল্লিতে হাইকমিশনে হামলা ভারতের দাবি প্রত্যাখ্যান করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি

  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

ঢাকা:: ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে গত শনিবার (২০ ডিসেম্বর) রাতে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে ভারতের দেওয়া বক্তব্যকে আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, এই ঘটনাকে ‘বিভ্রান্তিকর প্রচার’ হিসেবে অভিহিত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, শনিবার রাতে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ঠিক বাইরে দুর্বৃত্তদের কার্যক্রম চালানোর অনুমতি দেওয়া হয়েছিল, যা কমপ্লেক্সের অভ্যন্তরে থাকা কর্মকর্তাদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এই বিক্ষোভ সম্পর্কে হাইকমিশনকে আগে থেকে কোনো তথ্য জানানো হয়নি।

পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে, ভারতের মাটিতে বাংলাদেশের সব কূটনৈতিক পোস্টের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব ভারত সরকারের।

ভারতের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার প্রেক্ষিতে বাংলাদেশ আরও জানায়, গত সপ্তাহের একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে ‘সংখ্যালঘুদের ওপর হামলা’ হিসেবে চিত্রিত করার যে অপপ্রয়াস ভারতীয় কর্তৃপক্ষ চালাচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। ভালুকায় ঘটে যাওয়া ঘটনায় ইতোমধ্যে সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হয়েছে এবং এটি কোনো সাম্প্রদায়িক হামলা ছিল না বলে তদন্তে উঠে এসেছে।

বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে, বাংলাদেশের আন্তঃসম্প্রদায়িক সম্প্রীতি দক্ষিণ এশিয়ার যেকোনো দেশের তুলনায় অনেক বেশি সুদৃঢ়। বাংলাদেশ সরকার বিশ্বাস করে, নিজ নিজ দেশে সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা এই অঞ্চলের প্রতিটি সরকারের মৌলিক দায়িত্ব। ভিত্তিহীন প্রচারণার পরিবর্তে গঠনমূলক সহযোগিতা বজায় রাখার আহ্বান জানিয়েছে ঢাকা।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট