1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে এম এ সালাম কে মনোনয়ন দেয়ার দাবিতে গন জামায়েত ও মিছিল পাইকগাছায় শীতের রাতে পাড়া-গ্রামে জমে উঠেছে ব্যাডমিন্টন খেলার ধুম পাইকগাছা পৌরসভায় ড্রেন পরিষ্কার কার্যক্রম চলমান গুলিবিদ্ধ সেই এনসিপি নেতার বান্ধবী যুবশক্তি নেত্রী তন্বী আটক নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অ্যাডভোকেসি ডায়লগ অনুষ্ঠিত শহীদ শরীফ ওসমান বিন হাদি স্মরণে নিউমার্কেট সংলগ্ন এপ্রোচ রোড  স্থানীয়দের উদ্যোগে বৃক্ষরোপন  ভোলায় কোস্টগার্ডের অভিযানে অবৈধ ট্রলিং বোটসহ এক জেলে আটক বাংলাদেশ রেলওয়ের উন্নয়নে বেনাপোলে গণশুনানি অনুষ্ঠিত বিভেদ ভূলে আমাদের যে কোন মূল্যে ধানের শীষকে বিজয়ী করতে হবে-জেলা বিএনপির আহবায়ক মন্টু পতেঙ্গায় কোস্টগার্ড ও পুলিশের অভিযানে একজন আটক

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অ্যাডভোকেসি ডায়লগ অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

মোঃ জাহিদুল ইসলাম:: বাংলাদেশে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা, লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির উদ্যোগে “নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি বেসরকারি অংশীদারিত্ব জোরদার করণে ব্রাক লার্নিং সেন্টার অডিটরিয়ামে এক এডভোকেসি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন,যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম বদিউজ্জামান,দিঘলিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত,ব্রাক ডিস্টিক কো-অর্ডিনেটর খুলনার মোঃ শফিকুল ইসলাম, জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক সঞ্জয় ব্যানার্জি সহ আরো অনেকে।
সভায় বক্তারা বলেন, সমাজে বিদ্যমান লিঙ্গ বৈষম্য ও সহিংসতা রোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ জরুরী। বিশেষ করে নারী, কিশোরী ও লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর প্রতি সহিংসতা বন্ধে আইনের সঠিক প্রয়োগ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা আরও বলেন, ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচি দীর্ঘদিন ধরে নারীর ক্ষমতায়ন, আইনি সহায়তা প্রদান, ভুক্তভোগীদের মনোসামাজিক সহায়তা এবং কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। এই কর্মসূচির মাধ্যমে অনেক নারী ও কিশোরী সহিংসতা থেকে রক্ষা পেয়ে নতুনভাবে জীবন শুরু করার সুযোগ পাচ্ছেন। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক কর্মী, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিজ নিজ অবস্থান থেকে লিঙ্গ সমতা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকারও ব্যক্ত করেন বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট