
মনির হোসেন, মোংলা:: মোংলা বন্দরের সক্ষমতা ও নিরাপত্তা জোরদারে নতুন করে যুক্ত হচ্ছে “সার্চ এন্ড রেসকিউ ভেসেল”। বাংলাদেশ নৌবাহিনীর পরিচালিত খুলনা শিপইয়ার্ডে অত্যাধুনিক এ নৌযানটির নির্মাণ কাজ শেষে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলা বন্দরের সক্ষমতা ও নিরাপত্তা জোরদারে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত খুলনা শিপইয়ার্ড লিমিটেড কর্তৃক নির্মিত অত্যাধুনিক ‘সার্চ অ্যান্ড রেসকিউ ভেসেল’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
দেশীয় প্রযুক্তিতে নির্মিত এই বিশেষায়িত জাহাজটি মোংলা বন্দর কর্তৃপক্ষের অপারেশনাল কার্যক্রমকে সঞ্চার করবে নতুন গতিতে। পোর্ট চ্যানেল, সুন্দরবন ও গভীর সমুদ্রে যে কোন জরুরি অনুসন্ধান ও উদ্ধার অভিযান (Search and Rescue), দুর্ঘটনাকালীন জরুরি চিকিৎসা সহায়তা (Medical Evacuation) এবং বিপদগ্রস্ত জাহাজকে সহায়তা প্রদানে বিশেষায়িত এই জাহাজটি অগ্রণী ভূমিকা পালন করবে।
বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত খুলনা শিপইয়ার্ডে আন্তর্জাতিক মানের এই জাহাজ নির্মাণ, প্রকৌশল খাতে বাংলাদেশের স্বনির্ভরতার এক অনন্য দৃষ্টান্ত।
Leave a Reply