1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন

২৪৩ আসনে প্রার্থী দিল জিএম কাদেরের জাতীয় পার্টি

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে ২৪৩টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় পার্টির জিএম কাদেরের নেতৃত্বাধীন অংশ।

শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।

সংবাদ সম্মেলনে প্রার্থী তালিকা ঘোষণা করলেও নির্বাচনে শেষ পর্যন্ত অংশগ্রহণ নিয়ে শর্ত জুড়ে দিয়েছে দলটি।

শামীম হায়দার পাটোয়ারী বলেন, “জাতীয় পার্টি সব সময় নির্বাচনমুখী এবং জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। তবে ভোটের মাঠে সব দলের জন্য ‘সমান সুযোগ’ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত না হলে আমরা নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য হব।”

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে জাতীয় পার্টির মহাসচিব আরও বলেন, “একটি অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পূর্বশর্ত হলো স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সমান সুযোগ নিশ্চিত করা। কিন্তু আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, সরকার এই দায়িত্ব পালনে যথাযথভাবে সফল হতে পারছে না।”

তিনি জানান, অনেক আসনেই একাধিক যোগ্য প্রার্থী থাকায় চূড়ান্ত তালিকা তৈরি করতে দলকে বেশ হিমশিম খেতে হয়েছে। সারা দেশের নেতাকর্মীরা একটি উৎসবমুখর নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন যে, সরকার সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে জাতীয় পার্টিকে অংশ নেওয়ার সুযোগ করে দেবে।

সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রার্থী তালিকা ঘোষণার পর থেকে জাতীয় পার্টির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট