1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৭ অপরাহ্ন

অন্তর্বর্তী সরকার কোনো দলের পক্ষে নয়-পররাষ্ট্র উপদেষ্টা

  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

ডেস্ক:: পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণ নিরপেক্ষ এবং কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে কাজ করছে না। তিনি স্পষ্ট করে জানান, সরকারের মূল লক্ষ্য একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া।

শনিবার দুপুরে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ভোটের বিশেষ গাড়ি ‘ক্যারাভান’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা দৃঢ়ভাবে আশা করছি, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে এই নির্বাচন সম্পন্ন হবে।

নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, গত ১৫ বছর দেশে সত্যিকার অর্থে কোনো কার্যকর নির্বাচন হয়নি। ২০০৮ সালের পর থেকে একটি বড় সময় মানুষ ভোটাধিকার বঞ্চিত ছিল। তিনি আরও বলেন, বর্তমানে ৩০ বছরের নিচে যেসব যুবক রয়েছেন, তারা আজ পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ পাননি। আমাদের প্রধান লক্ষ্য হলো, প্রতিটি মানুষ যাতে নির্ভয়ে কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দিতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাচন উপলক্ষে জনসচেতনতা বাড়াতে ‘ভোটের ক্যারাভান’ কর্মসূচিটি ভোলার বিভিন্ন এলাকায় প্রচার চালাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট