1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
বাগেরহাট-১ আসনে মনোনয়ন প্রাপ্ত চারজনই চিতলমারীর সন্তান অন্তর্বর্তী সরকার কোনো দলের পক্ষে নয়-পররাষ্ট্র উপদেষ্টা ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান দাকোপে এনসিপি’কে ঘিরে আলোচনা সমালোচনা, ১ জন বহিস্কার মায়ানমারে ডিজেল ও সিমেন্ট পাচারকালে বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী বাগেরহাটে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু চিংড়ি রপ্তানিতে আন্তর্জাতিক পদ্ধতি অনুসরণ করতে হবে-মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে হরিণের মাংস, ফাঁদসহ দুই শিকারি আটক ঘোড়াঘাটে বাস ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ বাঁশখালিতে ইঞ্জিন বিকল বোটসহ ৬ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড

পাইকগাছায় অবৈধ মাটি উত্তোলনে যৌথ বাহিনীর অভিযানে আটক ২

  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নে সরকারি খাস জমি ও বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে গভীর রাতে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১১টা থেকে রাত ২টা ৩০ মিনিট পর্যন্ত চলা এই অভিযানে দুইজনকে হাতেনাতে আটক করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বীসহ সেনাবাহিনী ও থানা পুলিশ সদস্য অংশ নেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চাঁদখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের বিষ্ণুপুর গ্রামের শ্মশানঘাট এলাকায় ভেকু মেশিন ব্যবহার করে সরকারি খাস জমি থেকে অবৈধভাবে মাটি কাটার সময় অভিযুক্তদের আটক করা হয়। অভিযানের সময় ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আমির হোসেন গাজীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা প্রদান করা হয়। অপর একজনের বয়স ১৮ বছরের কম হওয়ায় তার কাছ থেকে মুচলেকা গ্রহণ করে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

এছাড়াও অভিযানে অবৈধ কর্মকাণ্ডে ব্যবহৃত ভেকু মেশিন এবং মাটি পরিবহনের কাজে ব্যবহৃত যানবাহনের তিনটি ব্যাটারি জব্দ করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন,
সরকারি খাস জমি ও বেড়িবাঁধ রক্ষা করা আমাদের অগ্রাধিকার। অবৈধভাবে মাটি কেটে পরিবেশ ও জনস্বার্থের ক্ষতি করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

সরকারি সম্পদ রক্ষায় প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন উপজেলা প্রশাসনের এ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট