1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ০৮:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
বাগেরহাট-১ আসনে মনোনয়ন প্রাপ্ত চারজনই চিতলমারীর সন্তান অন্তর্বর্তী সরকার কোনো দলের পক্ষে নয়-পররাষ্ট্র উপদেষ্টা ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান দাকোপে এনসিপি’কে ঘিরে আলোচনা সমালোচনা, ১ জন বহিস্কার মায়ানমারে ডিজেল ও সিমেন্ট পাচারকালে বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী বাগেরহাটে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু চিংড়ি রপ্তানিতে আন্তর্জাতিক পদ্ধতি অনুসরণ করতে হবে-মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে হরিণের মাংস, ফাঁদসহ দুই শিকারি আটক ঘোড়াঘাটে বাস ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ বাঁশখালিতে ইঞ্জিন বিকল বোটসহ ৬ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড

যারা নির্বাচনকে বাঁধাগ্রস্থ করার স্বপ্ন দেখছেন তারা আজকের পর ওই স্বপ্ন দেখা ভূলে যান-পুলিশ সুপার

  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ২ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 34;

দাকোপ প্রতিনিধি:: আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে দাকোপ থানা পুলিশের আয়োজনে সুধী সমাবেশ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৩ টায় দাকোপ থানা চত্বরে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান। দাকোপ থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান আতিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলার অতিঃ পুলিশ সুপার (ট্রাফিক) আবীর সিদ্দিকী শুভ্র এবং অতিঃ পুলিশ সুপার সি সার্কেল মোঃ সালাউদ্দিন। সভায় আলোচনা করেন বিএনপিনেতা অসিত কুমার সাহা, আঃ মান্নান খান, শেখ মোজাফ্ফার হোসেন, আলামিন সানা, আইয়ুব আলী কাজী, মানস কুমার গোলদার, জামায়াতনেতা মাওলানা আকতারুজ্জামান, জি এম অহিদুজ্জামান, শেখ জহিরুল ইসলাম, এনসিপিনেতা জি এম নজরুল ইসলাম, সাংবাদিক গাজী আবুল বাশার, শিক্ষক বিভূতি ভুষন সরকার, গোলাম রব্বানী, ব্যবসায়ী সমিতির সভাপতি কামরুল হোসেন শেখ, ধর্মীয়নেতা হাফেজ শাহ আলম মীর ও মিঠুন বিশ্বাস। সভায় আইনশৃংক্ষলা সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরা বক্তৃতার জবাবে প্রধান অতিথি জেলা পুলিশ সুপার বলেন, মাদকের বিষয়ে পুলিশের অবস্থান জিরো টলারেন্স নীতি। এ ছাড়া দাকোপে বর্তমান মৌসুমে জমির ফসল নিয়ে বিরোধ, সুন্দরবন কেন্দ্রীক সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধ, প্রত্যন্ত অঞ্চলে গভীর রাত পর্যন্ত চায়ের দোকানে আড্ডা বন্দ, অবৈধ মোটর সাইকেল চলাচল প্রতিরোধে স্থানীয় রাজনৈতিক দল ও সুধী সমাজের সমর্থন কামনা করে তিনি হুশিয়ারী উচ্চারন করে বলেন, আসন্ন নির্বাচনকে শান্তিপূর্ন ও নিরপেক্ষ করার জন্য পুলিশসহ সকল আইনশৃংক্ষলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে। যারা নির্বাচনকে বাঁধাগ্রস্থ করার স্বপ্ন দেখছেন তারা আজকের পর ওই স্বপ্ন দেখা ভূলে যান। তিনি দাকোপের শান্তি শৃংক্ষলা রক্ষায় সকলের সহযোগীতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট