
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: অগণতান্ত্রিকভাবে পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি ঘোষণার প্রতিবাদে উপজেলা ও পৌরসভা পূজা উদযাপন পরিষদের যৌথ উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় পাইকগাছা বাজার সার্বজনীন পূজা মন্দির প্রাঙ্গণে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি প্রাণকৃষ্ণ দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার।
সভায় উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি প্রাণকৃষ্ণ দাশ স্বাক্ষরিত এক লিখিত প্রতিবাদ বক্তব্য পাঠ করা হয়। এতে উল্লেখ করা হয়, গত ২৬ ডিসেম্বর জেলা পূজা উদযাপন পরিষদের কার্যনির্বাহী কমিটির সভায় অগণতান্ত্রিক ও একতরফাভাবে পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়, যা আমাদের জন্য হতবাক ও মর্মাহত হওয়ার মতো ঘটনা।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, জেলা কমিটির সভাপতির অনুপস্থিতিতে জেলা কমিটির সাধারণ সম্পাদক বিমান সাহা কর্তৃক একতরফা এ সিদ্ধান্ত আমরা মানি না এবং মানব না।
নেতৃবৃন্দ অবিলম্বে বিষয়টিতে জেলা ও কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের হস্তক্ষেপ কামনা করে এ অগণতান্ত্রিক সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।
প্রতিবাদ সভায় জেলা, উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মুরারী মোহন সরকার, সন্তোষ কুমার সরকার, প্রকাশ ঘোষ বিধান, অ্যাডভোকেট শিবু প্রসাদ সরকার, মৃত্যুঞ্জয় কুমার সরদার, সুনীল কুমার মণ্ডল, কালিপদ সরকার, বাবুরাম মণ্ডল, প্রভাষক রবীন্দ্র নাথ কর্মকার, সুরঞ্জন চক্রবর্তী, বিভাসেন্দু সরকার, স্নেহেন্দু বিকাশ, অখিল মণ্ডল, শিক্ষক কনক চন্দ্র সরকার, বিপুল বিশ্বাস, গোপাল মণ্ডল, পরিমল দাশ, গৌর মণ্ডলসহ আরও অনেক নেতৃবৃন্দ।
এদিকে এ ধরনের সিদ্ধান্তে উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
Leave a Reply