1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, দেশবাসীর উদ্বেগ-উৎকণ্ঠা শেষ মুহূর্তে ১৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে চতুর্থ দিনের অবরোধ সংসদ নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় আজ বিপাকে পড়লেন তাসনিম জারা ভোলায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলি জাল নোটসহ একজন আটক মনোনয়নপত্র জামা দিলেন যশোর ১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাও.আজিজুর রহমান এক বছরে সুন্দরবন থেকে অস্ত্রসহ ৪৯ দস্যুকে আটক করেছে কোস্টগার্ড যতদুর চোখ যায় দেখা মেলে হুলুদের সমারোহ,সরিষার বাম্পার ফলনের আশা কৃষকের মদিনার উন্নয়ন প্রকল্প পরিদর্শনে প্রিন্সেস সারাহ

বিপাকে পড়লেন তাসনিম জারা

  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

ডেস্ক:: ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে গিয়ে বড় ধরণের সংকটে পড়েছেন ডা. তাসনিম জারা। স্বতন্ত্র প্রার্থী হওয়ার প্রধান শর্ত হিসেবে নির্বাচনী এলাকার ১ শতাংশ ভোটারের স্বাক্ষর ও তাদের সঠিক ভোটার নম্বর সংগ্রহ করতে গিয়ে তিনি বাধার সম্মুখীন হচ্ছেন।

সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন হলেও নির্বাচন কমিশনের সার্ভার জটিলতায় ভোটারদের সিরিয়াল নম্বর পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি।

বাংলাদেশে স্বতন্ত্র প্রার্থী হতে হলে নির্দিষ্ট এলাকার ১ শতাংশ ভোটারের সমর্থন এবং তাদের বিস্তারিত তথ্য জমা দেওয়া বাধ্যতামূলক। এই নিয়ম মেনে তাসনিম জারা খিলগাঁও এলাকায় স্বাক্ষর সংগ্রহের কাজ শুরু করলেও ভোটারদের তথ্য যাচাইয়ে বিপাকে পড়েছেন।

তিনি জানান, ভোটার নম্বর জানার জন্য সাধারণত পাঁচটি মাধ্যম (অনলাইন, এসএমএস, কল সেন্টার, কিউআর কোড ও ওয়েবসাইট) থাকে, কিন্তু বর্তমানে এর কোনোটিই কাজ করছে না।

তাসনিম জারা ক্ষোভ প্রকাশ করে বলেন, নির্বাচন কমিশনের ওয়েবসাইটের সার্ভার ডাউন থাকায় সাধারণ মানুষ তাদের ভোটার নম্বর খুঁজে পাচ্ছেন না। তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থীদের জন্য প্রতিটি পথ রুদ্ধ করে দেওয়া হয়েছে। ভোটার নম্বর ছাড়া মনোনয়ন সম্পন্ন করা একদম অসম্ভব করে রাখা হয়েছে।

উল্লেখ্য, আজই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়। হাতে সময় খুব কম থাকায় প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। সঠিক ভোটার নম্বর ছাড়া ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের সত্যতা নিশ্চিত করা কঠিন, যা শেষ পর্যন্ত মনোনয়ন বাতিলের কারণ হতে পারে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট