
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: “প্রযুক্তি ও মমতায়, কল্যান ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়” প্রতিপাদ্যকে সামনে রেখে পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে জাতীয় সমাজসেবা দিবস–২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৩ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি পরবর্তী উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ একরামুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা রনজিৎ কুমার সরকার, সহকারী অধ্যাপক রমেন্দ্রনাথ সরকার এবং প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন।
পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন শাহা, উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ হাসিবুর রহমান, প্রেসক্লাব পাইকগাছা এর সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাংবাদিক রাজু আহমেদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মাদ্রাসার শিক্ষার্থী, স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী সমাজসেবার গুরুত্ব তুলে ধরে বলেন, সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমাজসেবা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সমাজসেবার মাধ্যমে সামাজিক বৈষম্য দূর করে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
Leave a Reply