1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ০৪ জানুয়ারী ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সর্বশেষ :
মোংলা বন্দরকে রিজিওনাল পোর্ট হিসেবে গড়ে তোলার পরিকল্পনা দাকোপে জাতীয় সমাজসেবা দিবস পালিত পাইকগাছায় জাতীয় সমাজসেবা দিবস পালিত টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৬ কোটি টাকার ইয়াবা ও আইস জব্দ ঢাকাকে ১০ উইকেটে হারাল চট্টগ্রাম রয়্যালস জনসমুদ্রে রূপ নিল জিয়া উদ্যান: প্রিয় নেত্রীর কবরের পাশে অশ্রুসিক্ত অগণিত মানুষ ‘ইরানের নিরাপত্তায় হস্তক্ষেপ করলে হাত কেটে ফেলা হবে’-তেহরানের বজ্রকঠিন হুঁশিয়ারি জানুয়ারিতে তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে খুলনা-৬ আসনে দুই প্রার্থীর মনোনয়ন বাতিল, চারজনের বৈধতা ঘোষণা গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া ১০ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড

মোংলা বন্দরকে রিজিওনাল পোর্ট হিসেবে গড়ে তোলার পরিকল্পনা

  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: মোংলা বন্দরের আধুনিকরণ, সক্ষমতা বৃদ্ধি ও সম্প্রসারনের কারনে ২০২৫ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৬ মাসে রেকর্ড সংখ্যক বিদেশি বাণিজ্যিক জাহাজ আগমনের পাশাপাশি রিকন্ডিশন গাড়ি আমদানি, কার্গো ও কন্টেইনার হ্যান্ডলিং তুলনামূলকভাবে বেড়েছে। সময়ের সাথে সাথে বন্দরের সক্ষমতা কয়েকগুন বেড়ে যাওয়ায় এখন থেকে প্রতিনিয়ত আমদানি রপ্তানি বাড়ছে। এছাড়াও বন্দরের অপারেশনাল কার্যক্রমে উন্নত প্রযুক্তি ব্যবহারের কারনে আন্তর্জাতিক মানের বন্দরে রুপান্তরিত হচ্ছে মোংলা বন্দর। আগামী দিনে এ বন্দরকে রিজিওনাল পোর্ট হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও করছে বর্তমান সরকার। এতে দেশের বাণিজ্যিক পরিধি আরো বাড়বে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের সিনিয়র উপ-পরিচালক (জনসংযোগ) মো. মাকরুজ্জামান বলেন, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত মোট ৪৪০টি বিদেশি জাহাজ বন্দরে নোঙর করেছে। এর মধ্যে ২৮টি কন্টেইনার জাহাজে মোট ১৭ হাজার ৩৪৭ টিইউজ পণ্য আমদানি-রপ্তানি করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে এ বন্দর দিয়ে ২১ হাজার ৪৫৬ টিইউজ কন্টেইনার হ্যান্ডলিং করা হয়েছে। গত বছরের তুলনায় এ বছর মোংলা বন্দরে অন্তত ১৫ হাজার টিইউজ বেশি কন্টেইনার হ্যান্ডলিং করা সম্ভব হবে। গত ছয় মাসে ১৫টি জাহাজের মাধ্যমে মোট ৫ হাজার ২৪৪ টি গাড়ি আমদানি করা হয়েছে।

এছাড়াও ছয় মাসে কার্গো হ্যান্ডলিংয়ের পরিমান ছিল ৬৩ লাখ ৭০ হাজার ৫৪১ মেট্রিকটন। এর মধ্যে কার্গো আমদানির পরিমান ছিল ৬৩ লাখ ২৭ হাজার ৮৭০ মেট্রিকটন এবং রপ্তানি করা হয় ৪২ হাজার ৬৭১ মেট্রিকটন।

বন্দর সংশ্লিষ্টরা জানান, সমুদ্রপথে দেশের আমদানি-রপ্তানির ২৫ শতাংশ পণ্য হ্যান্ডলিং করছে মোংলা বন্দর। বিদেশ থেকে পণ্য আমদানি আর বিদেশে পণ্য রপ্তানির মাধ্যমে এই বন্দর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিল্পকল-কারখানাসহ অর্থনীতিকে সচল রেখেছে। এতদিন শুধু দেশের বন্দর হিসেবে পণ্য হ্যান্ডলিং করলেও এই বন্দরের সামনে উঁকি দিচ্ছে রিজিওনাল পোর্ট হওয়ার সম্ভাবনা। বন্দর সম্প্রসারণের যেসব প্রকল্প আছে তা বাস্তবায়ন শেষে মোংলা বন্দর রিজিওনাল পোর্ট হিসেবে যাত্রা শুরু করতে পারবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান বলেন, বর্তমান সরকার মোংলা বন্দরকে কেন্দ্র করে নানা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। বন্দরের সম্প্রসারণ কাজও এগিয়ে চলছে। বন্দর সুবিধা বাড়াতে কনটেইনার হ্যান্ডলিংয়ের আধুনিক যন্ত্রপাতি যুক্ত করেছে। দেশের ক্রমবর্ধমান চাহিদা মোকাবিলায় এসব প্রকল্প হাতে নেয়া হয়েছে। আবার রিজিওনাল পোর্ট হিসেবে ভবিষ্যতে আশপাশের দেশের সম্ভাব্য পণ্য হ্যান্ডলিংয়েরও বিষয় মাথায় নিয়ে পরিকল্পনা সাজানো হচ্ছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট