
স্পোর্টস ডেস্ক:: চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উপস্থাপনা প্যানেল থেকে ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠককে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মঙ্গলবার বিসিবির পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানানো হয়। মূলত পরিবর্তিত পরিস্থিতি ও বাংলাদেশ-ভারত সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষিতেই তাঁর বিপিএল যাত্রার সমাপ্তি ঘটল।
এবারের বিপিএলে আন্তর্জাতিক মানের আমেজ আনতে পাকিস্তানের জয়নব আব্বাসের সঙ্গে ভারতের রিধিমা পাঠককে উপস্থাপক হিসেবে যুক্ত করেছিল বিসিবি। ধারাভাষ্যকার হিসেবে প্যানেলে রয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা এবং ইংলিশ কিংবদন্তি ড্যারেন গফ। তবে রিধিমা পাঠককে সরিয়ে দেওয়ায় এখন উপস্থাপনা প্যানেলে বড় পরিবর্তন আসবে।
ক্রিকেট সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, গত ৩ জানুয়ারি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর নির্দেশে এবং উগ্রবাদী সংগঠনের হুমকির মুখে টাইগার পেসার মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। মোস্তাফিজের মতো একজন তারকা ক্রিকেটারকে এভাবে বাদ দেওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় বাংলাদেশের ক্রিকেট মহলে।
মোস্তাফিজ ইস্যুর পর জরুরি সভা ডাকে বিসিবি। এরপর নিরাপত্তা জনিত কারণে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অপারগতা প্রকাশ করে আইসিসিকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে বিসিবি। চিঠিতে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে অন্য কোনো দেশে আয়োজনের দাবিও জানানো হয়েছে।
ক্রিকেটীয় এই অস্থিরতার মধ্যেই গত ৫ জানুয়ারি বাংলাদেশ সরকার দেশের অভ্যন্তরে সব ধরনের আইপিএল সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করে। এরই ধারাবাহিকতায় এবার বিপিএলের মাঠ থেকে ভারতীয় উপস্থাপিকাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল বিসিবি।
ক্রীড়া বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই ঘটনাপ্রবাহ দুই দেশের দ্বিপাক্ষিক ক্রিকেটীয় সম্পর্কে এক নজিরবিহীন শীতলতার সৃষ্টি করেছে।
Leave a Reply