
ডেস্ক:: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির অন্যতম হত্যাকারী ফয়সাল করিম মাসুদ বর্তমানে দুবাইয়ে নয়, বরং ভারতেই অবস্থান করছেন।
মঙ্গলবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফয়সালের দুটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে তিনি দাবি করেন যে তিনি দুবাইয়ে আছেন এবং এই হত্যাকাণ্ডে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। এ বিষয়ে ডিবি প্রধান বলেন, ভিডিও বার্তাটি সঠিক, তবে তাঁর অবস্থান দুবাই নয়। আমাদের তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন। ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কি না, তা নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তিও এর মাধ্যমে পরিষ্কার হলো।
চার্জশিট ও অভিযুক্তদের তালিকা: শরিফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত শেষে ১৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে ডিবি। চার্জশিটে অভিযুক্ত উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন- ফয়সাল করিম মাসুদ ওরফে শুটার ফয়সাল যিনি সরাসরি হাদিকে গুলি করেন, তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী পল্লবীর সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা, যাকে এই হত্যাকাণ্ডের মূল নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে, আলমগীর শেখ হামলার সময় মোটরসাইকেল চালক, জেসমিন ফয়সালের বোন, ফিলিপ স্নাল আসামিদের পালাতে সহায়তাকারী মানবপাচারকারী।
অভিযুক্ত ১৭ জনের মধ্যে ১২ জনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বাকি ৫ জন (ফয়সাল, আলমগীর, বাপ্পী, জেসমিন ও ফিলিপ) বর্তমানে পলাতক রয়েছেন।
তদন্তে বেরিয়ে এসেছে যে, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়েই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিগত দিনের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করতেন। এই ক্ষোভ থেকেই সাবেক কাউন্সিলর বাপ্পীর পরিকল্পনায় ছাত্রলীগ কর্মী ফয়সাল এই হামলা চালায়।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর বিজয়নগর এলাকায় মোটরসাইকেলে এসে হাদিকে মাথায় গুলি করা হয়। প্রথমে ঢাকা ও পরে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য নেওয়া হলেও গত ১৮ ডিসেম্বর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
Leave a Reply