
স্পোর্টস ডেস্ক:: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে সৃষ্ট ধোঁয়াশা কাটাতে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বুধবার দুপুরে প্রকাশিত এই বিবৃতিতে বিসিবি জানিয়েছে, ভারতের মাটিতে ক্রিকেটারদের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ইতিবাচক সাড়া দিয়েছে এবং কোনো প্রকার ‘আল্টিমেটাম’ দেওয়ার খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন।
বিসিবির বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে যে, টুর্নামেন্টে বাংলাদেশ দলের পূর্ণ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি বিসিবির উত্থাপিত নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগগুলো সমাধানে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। আইসিসি জানিয়েছে, টুর্নামেন্টের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে বিসিবির দেওয়া মতামত ও পরামর্শগুলো যথাযথভাবে বিবেচনায় নেওয়া হবে।
সম্প্রতি ভারতীয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ‘ইএসপিএন ক্রিকইনফো’সহ কিছু গণমাধ্যমে দাবি করা হয়েছিল যে, আইসিসি বিসিবি-কে আল্টিমেটাম দিয়েছে— হয় ভারতে খেলতে হবে, নয়তো পয়েন্ট হারানো বা ওয়াকওভার মেনে নিতে হবে। এই খবরকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ আখ্যা দিয়ে বিসিবি জানায়, আইসিসির সঙ্গে তাদের যোগাযোগের প্রকৃতি বা বিষয়বস্তুর সঙ্গে এই খবরের কোনো সামঞ্জস্য নেই। কোনো পক্ষ থেকেই এমন কোনো চূড়ান্ত সতর্কবার্তা দেওয়া হয়নি।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসি ও সংশ্লিষ্ট ইভেন্ট কর্তৃপক্ষের সঙ্গে গঠনমূলক, সহযোগিতামূলক ও পেশাদার সম্পর্ক বজায় রেখে আলোচনা চালিয়ে যাচ্ছে। একটি বাস্তবসম্মত ও সৌহার্দ্যপূর্ণ সমাধানে পৌঁছানোই তাদের লক্ষ্য। তবে জাতীয় দলের নিরাপত্তা, সুরক্ষা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করার বিষয়ে বোর্ড কোনো আপস করবে না এবং এই অবস্থানে তারা দৃঢ় রয়েছে।
উল্লেখ্য, আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর তৈরি হওয়া উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে বিসিবি বিশ্বকাপের ভেন্যু ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাবের প্রেক্ষিতেই বর্তমানে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে।
Leave a Reply