
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে পাইকগাছায় গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গণসচেতনতামূলক ভিডিও প্রদর্শন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ ভিডিও প্রদর্শনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।
অনুষ্ঠানে গণভোট ও নির্বাচন প্রক্রিয়ায় নাগরিকদের দায়িত্ব, ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন তথ্যবহুল ভিডিও প্রদর্শন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া, উপজেলা কৃষি অফিসার মোঃ একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আঃ ওহাবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
Leave a Reply