
নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সোনার দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে প্রতি ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
সোমবার রাতে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। মঙ্গলবার (১৩ জানুয়ারি) থেকেই সারাদেশে নতুন এই দাম কার্যকর হবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকা।
বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে সোনার দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তারা এই নতুন মূল্য তালিকা নির্ধারণ করেছে।
Leave a Reply