1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা ও রুপা বাংলাদেশের তিন দিকে পরিত্যক্ত ৫টি বিমানঘাঁটি চালু করছে ভারত সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা রক্তের দাগ ও নির্যাতনের চেয়ার: জুলাই জাদুঘরে যাচ্ছে অভ্যুত্থানের জীবন্ত স্মারক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের কমিটি নিয়ে তীব্র বিতর্ক; পাল্টাপাল্টি অবস্থান বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে চিতলমারীতে সংবাদ সম্মেলন বিধবা যমুনার নোয়াখালীতে অপারেশন ডেভিল হান্টে দুজনকে আটক করেছে কোস্টগার্ড দাকোপ প্রেসক্লাবে এমপি প্রার্থী সুনীল শুভ’র মত বিনিময়

বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা ও রুপা

  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে পৌঁছেছে সোনা ও রুপা। যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে কম থাকায় সুদ কমানোর জল্পনা জোরদার হচ্ছে। ফলে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনা ও রুপার প্রতি বিনিয়োগকারীদের ঝোঁক বেড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বুধবার ১৪ জানুয়ারি বাংলাদেশ সময় দুপুর ১টা ১৫ মিনিটে স্পট সোনার দাম এক শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬৩২ দশমিক ০৩ ডলারে দাঁড়ায়। এর আগে লেনদেনের একপর্যায়ে সোনার দাম সর্বকালের সর্বোচ্চ ৪ হাজার ৬৩৯ দশমিক ৪২ ডলারে পৌঁছায়। ফেব্রুয়ারিতে সরবরাহযোগ্য যুক্তরাষ্ট্রের সোনার ফিউচারও বেড়ে ৪ হাজার ৬৩৯ দশমিক ৫০ ডলারে লেনদেন হয়েছে।

এদিন রুপার দামে আরও বেশি উত্থান লক্ষ্য করা গেছে। স্পট রুপা ৩ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৯০ দশমিক ১১ ডলারে পৌঁছেছে, যা ইতিহাসে প্রথমবার। চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম প্রায় ২৭ শতাংশ বেড়েছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচক বা সিপিআইয়ের সর্বশেষ তথ্য বিনিয়োগকারীদের আশাবাদ বাড়িয়েছে। ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি ছিল ২ দশমিক ৬ শতাংশ, যা প্রত্যাশার চেয়ে কম। কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, মূল্যস্ফীতির এই শান্ত চিত্র শিথিল মুদ্রানীতির প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে।

এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যান জেরোম পাওয়েলের প্রতি সুদহার কমানোর আহ্বান জানিয়েছেন। ডলারসহ যুক্তরাষ্ট্রের সম্পদের ওপর আস্থার প্রশ্ন এবং কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিয়ে উদ্বেগ নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা আরও বাড়িয়েছে।

বাজারে ধারণা করা হচ্ছে, চলতি বছরে দুই দফায় ০ দশমিক ২৫ শতাংশ করে সুদ কমানো হতে পারে, যার প্রথমটি হতে পারে জুনে। কম সুদের পরিবেশ ও ভূরাজনৈতিক অনিশ্চয়তায় সুদহীন সম্পদ হিসেবে সোনা ঐতিহ্যগতভাবে লাভবান হয়। এএনজেড ব্যাংক বলছে, ২০২৬ সালের প্রথমার্ধেই সোনার দাম আউন্স প্রতি পাঁচ হাজার ডলার ছাড়াতে পারে।

রুপার ক্ষেত্রেও ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকার পূর্বাভাস দিচ্ছেন বিশ্লেষকরা। গোল্ডসিলভার সেন্ট্রালের ব্যবস্থাপনা পরিচালক ব্রায়ান ল্যানের মতে, রুপার পরবর্তী লক্ষ্য হতে পারে প্রতি আউন্স ১০০ ডলার। অন্যদিকে প্লাটিনামের দাম ২ দশমিক ৭ শতাংশ বেড়ে ২ হাজার ৩৮৬ দশমিক ৬০ ডলার এবং প্যালাডিয়ামের দাম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ হাজার ৮৫৪ দশমিক ৭০ ডলারে দাঁড়িয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট